IPL 2023 Auction : শুক্রবার কোচিতে আইপিএলের মিনি নিলামে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্স দলে সুযোগ হলো অস্ট্রেলিয়ার উদীয়মান তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রীনের।
এই অসি অলরাউন্ডারকে দলে পেতে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ভীষণ দর কষাকষি হয়েছে শেষ অবধি। কিন্তু শেষ অবধি রোহিতের দল তাকে তুলে নেয়। (IPL 2023 Auction)
২৩ বছর বয়সী এই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এই মুহূর্তে সবচেয়ে চর্চিত নাম অস্ট্রেলিয়ান ক্রিকেট আসরে। তার অলরাউন্ড খেলার ক্ষমতার জন্যে যেকোনো দলের সম্পদ হয়ে উঠবেন তিনি। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ওপেন করতে নেমে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন, এরপর গ্রিন কে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন সকল ফ্রাঞ্চাইজি গুলো। (IPL 2023 Auction)
অন্যদিকে জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে তার বেস প্রাইস ৫০ লাখ টাকায় তুলে নেয় পঞ্জাব কিংস। চলতি বছরে দুর্দান্ত ফর্মে আছেন রাজা। ২৪ ম্যাচে ৭৩৫ রান করছেন তিনি ৩৫,০০ গড়ে পাঁচটি পঞ্চাশ সহ। এছাড়া ২৫ টা উইকেট ও নিয়েছিলেন।
আরও পড়ুনঃ IPL 2023 Auction : ৮.২৫ কোটি টাকার বিনিময়ে মায়াঙ্ক আগারওয়াল গেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে
.@mipaltan win the bidding war to welcome Australian all-rounder Cameron Green!💰✅
— IndianPremierLeague (@IPL) December 23, 2022
He is SOLD for INR 17.5 Crore 👏 👏#TATAIPLAuction | @TataCompanies pic.twitter.com/tJWCkRgF3O
এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের আট ম্যাচে ২১৯ রান করেছিলেন রাজা, একটি হাফ সেঞ্চুরি সহ, নিয়েছিলেন ১০ টি উইকেট।
অন্যদিকে ৫.৭৫ কোটি টাকার বিনিময়ে জেসন হোল্ডার গেছে রাজস্থান রয়্যালসে, ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার ৫০ লাখ টাকার বেস প্রাইসে যোগ দিলেন গুজরাট টাইটান্সে।