IPL 2023 Auction – ২০২২ সালটা রীতিমতো স্মরণীয় হয়ে থাকলো বাংলার পেসার মুকেশ কুমারের কাছে। চলতি বছর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। কোটি টাকায় যোগ দিলেন দিল্লি ক্যাপিটালস দলে। ৫ কোটি ৫০ লাখ টাকার বিনিময়ে মুকেশ যোগ দিলো দিল্লি ক্যাপিটালসে।
এবারের আইপিএল নিলামে দল পাবেন, সেটা কখনও ভাবতে পারেননি মুকেশ। দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর থেকে ফোনের পর ফোন আসছে বাংলার পেসারের কাছে। (IPL 2023 Auction)
পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের থেকে মুকেশের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“খুব ভালো লাগছে। এখন কথা বলতে পারছিনা। অনেক ফোন আসছে। পরে কথা বলছি।”
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : পন্ত, আইয়ারের লড়াকু ইনিংস ভারতকে লড়াইয়ে ফেরালো ম্যাচে
বিহারের গোপালগঞ্জে জন্ম মুকেশ কুমারের। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। বর্তমানে বাংলা দলের তিন পেসারের মধ্যে অন্যতম মুকেশ। নির্বাচকদের তার বোলিং নজর কেড়েছিলো। পরবর্তী সময়ে সুযোগ পান জাতীয় দলে। কিন্তু খেলার সুযোগ হয়নি। (IPL 2023 Auction)
এখনো অবধি ৩৩ টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন মুকেশ কুমার। ১২৩ টা উইকেট নিয়েছেন। ২০১৫ সালে বাংলার হয়ে অভিষেক করেন। বাংলাদেশের এ দলের বিরুদ্ধে নজরকাড়া বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন, এক ইনিংসে ৬ টি উইকেট নিয়েছিলেন। তার এমন সমস্ত পারফরম্যান্স ফ্রাঞ্চাইজি গুলোর নজর কেড়েছিলো। দিল্লিতে ঋষভ পন্তের ক্যাপ্টেন্সিতে খেলবেন মুকেশ কুমার। কোচ রিকি পন্টিং।
প্রসঙ্গত, মুকেশ দল পেলেও দল পাননি বাংলার অভিমন্যু ইশ্বরণ।
আরও পড়ুনঃ IND vs PAK : পুনরায় চেয়ারম্যান পদে বহাল হওয়ার পরেই ভারত-পাকিস্তান তিক্ততা নিয়ে মুখ খুললেন নাজাম শেঠি