IPL 2023 Auction : আইপিএল কেরিয়ারে পাঁচ বারের মতো দল বদল হলো মায়াঙ্ক আগারওয়ালের। শুক্রবার মিনি নিলামের আসরে ৮.২৫ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।
২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল অভিষেক হয় মায়াঙ্কের। কুড়ি বিশের বিনোদনে ভরা টি টোয়েন্টি লিগের অন্যতম বিস্ফোরক একজন ওপেনার মায়াঙ্ক।
মায়াঙ্ক কে দলে নিতে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংসের সাথে শেষ অবধি লড়াই চালিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। মায়াঙ্কের দাম ৩.৬ কোটি টাকায় পৌঁছতেই দৌড় থেকে পিছিয়ে আসে পঞ্জাব কিংস। (IPL 2023 Auction)
এরপরও লড়াই জারি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। কিন্তু এই লড়াইয়ে শেষ হাসি হাসে অরেঞ্জ ব্রিগেড। (IPL 2023 Auction)
Agarwal is packing and moving to Hyderabad. 🏏🔥
— SunRisers Hyderabad (@SunRisers) December 23, 2022
Welcome to the Riser family. 🧡#BackToUppal #OrangeArmy #TATAIPLAuction | @mayankcricket pic.twitter.com/bFhW8hJIiE
গত মরশুমে পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক আগারওয়াল। পঞ্জাব আইপিএল শেষ করেছিলো ষষ্ঠ পজিশনে। ছয়টা ম্যাচ জিতেছিলো, হেরেছিলো সাতটায়।
ব্যাট হাতেও বিশেষ কিছু করতে পারেননি মায়াঙ্ক। ১৩ ম্যাচে ১৯৬ রান করেছিলেন ১২২.৫০ স্ট্রাইক রেটে। হাফ সেঞ্চুরি ছিলো একটি। তবে তার মোট মিলিয়ে আইপিএলের স্ট্রাইক রেট খারাপ নয়, ১১৩ ম্যাচে ১৩৪.৫১ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। আগামী মরশুমে অভিষেক শর্মার সাথে ওপেন করতে দেখা যেতে পারে তাকে।
আরও পড়ুনঃ IPL 2023 : আরসিবি এবার আইপিএল জিতুক, মনে প্রানে চান ক্রিস গেইল