IPL 2023 Auction – ২০২৩ এর আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে দেখা যাবে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক’কে। ১৩.২৫ কোটি টাকার বিনিময়ে হ্যারি ব্রুককে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
সদ্য পাকিস্তানে টেস্ট সফরে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ব্রুকস। ৯৩.৬০ গড়ে করেছেন ৪৬৮ রান। করেছেন তিনটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ১৫৩ ।সিরিজ সেরার পু্রস্কার নিজের দখলে নিয়েছিলেন তিনি। (IPL 2023 Auction)
এর আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে পাকিস্তান সফরে টি টোয়েন্টি সিরিজেও সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের এই ব্যাটার ৭৯.৩৩ গড়ে ২৩৮ রান করেছিলেন একটা হাফ সেঞ্চুরি সহ,সর্বোচ্চ ৮১*। (IPL 2023 Auction)
What do you make of this buy folks? 💰💰
— IndianPremierLeague (@IPL) December 23, 2022
Congratulations to Harry Brook who joins @SunRisers #IPLAuction | @TataCompanies pic.twitter.com/iNSKtYuk2C
Kane Williamson is sold to Gujarat Titans for 2 Cr.
— CricketMAN2 (@ImTanujSingh) December 23, 2022
আরও পড়ুনঃ IPL 2023 : আরসিবি এবার আইপিএল জিতুক, মনে প্রানে চান ক্রিস গেইল
নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার এবং অধিনায়ক কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডিফেন্ডিং আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তার বেস প্রাইস ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে গুজরাট। (IPL 2023 Auction)
২০২২ সালের আইপিএল একেবারেই ভালো যায়নি উইলিয়ামসনের। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৩ ম্যাচে ২১৬ রান করেছিলেন ১৬.৯৪ গড়ে। হাফ সেঞ্চুরি করেছিলেন একটি। আইপিএলের মিনি নিলামের আগেই তার ফ্রাঞ্চাইজি ছেড়ে দিয়েছিলো তাকে।
চলতি বছরে ১৩ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন উইলিয়ামসন। সেখানে ৩৬.৯১ গড়ে ৪৪৩ রান করেছিলেন তিনটি হাফ সেঞ্চুরি সহ।
আরও পড়ুনঃ Ranji Trophy : ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্সে হায়দ্রাবাদ’কে হেলায় হারাল মুম্বাই