আইপিএলের মিনি নিলামের (IPL 2023 Auction Date) তারিখ বদলাতে অনুরোধ করেছে বেশ কিছু ফ্রাঞ্চাইজি। সূত্রের খবর অনুযায়ী পূর্ব নির্ধারিত ২৩ শে ডিসেম্বরের বদলে অন্য কোনো তারিখ নির্ধারণের অনুরোধ করা হয়েছিলো বিসিসিআই’কে বড়োদিনের কথা মাথায় রেখে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুরোধ রাখবেনা বলেই মনে করা হচ্ছে। তাই পূর্ব নির্ধারণ অনুযায়ী আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতেই অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।
এ বিষয়ে বিসিসিআই’এর সূত্রের বক্তব্য,
“আমরা বুঝতে পারছি ফ্রাঞ্চাইজি গুলো’র বেশ কিছু অফিসিয়াল’রা ওইসময় ক্রিস্টমাসের ছুটি’তে ব্যস্ত থাকবে, কিন্তু ইতিমধ্যে নিলাম আয়োজনের জন্যে অনেকটা টাকা খরচ হয়ে গেছে, তাই দিন বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ তারিখ বদলালে আবার নতুন করে সব পরিকল্পনা করতে হবে।” (IPL 2023 Auction Date)
বেশ কিছু ফ্রাঞ্চাইজি’র স্টাফেদের স্বাভাবিক ভাবেই বড়োদিনের ছুঁটি কাটানোর জন্যে আলাদা ভাবে পরিকল্পনা করাই থাকে। তাই তাদের পাওয়াটা মুস্কিল হতে পারে নিলামের দিন, সেই চিন্তা থেকে ফ্রাঞ্চাইজি গুলো এই ডেট বদলানোর পরামর্শ দিয়েছিলেন।
আইপিএলে (IPL 2023 Auction Date) অংশগ্রহণ কারী দশ দলের মধ্যে সাত দলের হেড কোচ বিদেশি। যদি নিলামে দলের হেড কোচরা না থাকে, তাহলে পরিকল্পনা করতে সমস্যা হবে ফ্রাঞ্চাইজি গুলোর।
শুধুমাত্র হেড কোচ’ই নয়, দলের অন্যান্য কোচের পদে, ভিডিও অ্যানালিস্ট হিসেবেওআইপিএলে বিদেশি’দের প্রাচুর্য চোখে পড়ার মতো। তাই তাদের ক্রিসমাসে আগেভাগে তাদের উপস্থিত করানো অত্যন্ত কঠিন একটা বিষয় হতে চলেছে।
All eyes on the squads! 🙌
— IndianPremierLeague (@IPL) November 15, 2022
Here’s how the 🔟 teams stack up ahead of the upcoming #TATAIPL auction 👌 pic.twitter.com/5ckns3Bf0H
— IndianPremierLeague (@IPL) November 15, 2022
আরও পড়ুন : FIFA World Cup 2022 : এখন কতোটা সুস্থ নেইমার ? আপডেট দিলেন ব্রাজিল কোচ তিতে
আইপিএলে (IPL 2023 Auction Date) অংশগ্রহণকারী বিভিন্ন ফ্রাঞ্চাইজি গুলো’তে বিদেশি স্টাফদের তালিকা :
Mumbai Indians: Mark Boucher (head coach), Kieron Pollard (batting coach), Shane Bond (bowling coach), James Pamment (fielding coach)
Chennai Super Kings: Stephen Fleming (head coach), Michael Hussey (batting coach), Eric Simons (asst coach)
Delhi Capitals: Ricky Ponting (head coach), Shane Watson (asst coach), James Hopes (bowling coach),
Lucknow Super Giants: Andy Flower (head coach), Andy Bichel (bowling coach)
Rajasthan Royals: Kumar Sangakkara head coach), Lasith Malinga (bowling coach), Trevor Penney (asst coach)
Royal Challengers Bangalore: Mike Hesson (director of cricket), Adam Griffith (bowling coach)
Sunrisers Hyderabad: Brian Lara (head coach), Simon Helmot (asst coach), Muttiah Muralitharan, Dale Steyn (bowling coach)
Punjab Kings: Trevor Bayliss (head coach), Brad Haddin (asst coach), Jonty Rhodes (fielding coach), Julian Wood (consultant), Charl Langveldt (bowling coach)
Kolkata Knight Riders: James Foster (asst coach), Ryan ten Doeschate (fielding coach)
Gujarat Titans: Vikram Solanki (director of cricket), Gary Kirsten (batting coach)
এবারের আইপিএলের মিনি নিলামের অনুষ্ঠান একদিনের। ইতিমধ্যে পছন্দের তালিকায় থাকা ক্রিকেটারদের ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ কারী প্রতিটি ফ্রাঞ্চাইজি। সব ফ্রাঞ্চাইজি মিলিয়ে মোট ১৬৩ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে, ছাড়া হয়েছে ৮৫ জন ক্রিকেটারকে।
ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশন করানোর জন্যে তারিখ বেধেঁ দিয়েছে বিসিসিআই। আগামী ১৫ ই ডিসেম্বরের মধ্যে আইপিএলের নিলামে অংশগ্রহণে ইচ্ছুক সকল ক্রিকেটারদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
Remaining Purse:
Sunrisers Hyderabad: Rs 42.25 Cr
Punjab Kings: Rs 32.20 Cr
Lucknow Supergiants: Rs 23.35 Cr
Mumbai Indians: Rs 20.55 Cr
Chennai Super Kings: Rs 20.45 cr
Delhi Capitals: Rs 19.45 Cr
Gujarat Titans: Rs 19.25cr
Rajasthan Royals: Rs 13.20 Cr
Royal Challengers Bangalore: Rs 8.75 Cr
Kolkata Knight Riders: Rs 7.05cr.
আরও পড়ুন : Suresh Raina : জন্মদিনে অবাক করা ক্যাচ নিয়ে ফ্যানেদের অতীতে ফেরালেন সুরেশ রায়না, দেখুন ভিডিও