ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে (IPL 2023 Auction) একাধিক ফ্র্যাঞ্চাইজির টার্গেট ছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। শুক্রবার (২৩ শে ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের মিনি নিলামে স্টোকসকে রেকর্ড মূল্য ১৬.২৫ কোটিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর আগে গত আসরে সর্বোচ্চ ১৪ কোটি রুপিতে দীপক চাহারকে দলে নিয়েছিল চেন্নাই।
প্রসঙ্গত, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক সাদা বলের ক্রিকেটেও দুরন্ত দ্যুতি ছড়ান। আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় এবং ধারাবাহিক অলরাউন্ডার বলা যায় স্টোকসকে। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এখন পর্যন্ত মোট ৪৩ টি আইপিএল ম্যাচে খেলে ৯২০ রান করেছেন। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল স্টোকসের। (IPL 2023 Auction)
শুধু ব্যাটিং বা বোলিং নয়, অসাধারণ ফিল্ডিং এবং চাপের পরিস্থিতিতে স্নায়ু ঠিক রাখা স্টোকসের থেকে আধুনিক ক্রিকেটে খুব বেশি ক্রিকেটার এই মুহূর্তে নেই। স্টোকসের মতো তারকাকে নেয়ার জন্য যেকোনো দলই বেশি মূল্য দিতে রাজি ছিল। শেষ পর্যন্ত বাজিমাত করে নিল সিএসকে।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্টোকসকে নেয়ার ব্যাপারে পাঞ্জাব কিংস সবচেয়ে এগিয়ে ছিল। প্রায় ৩৩ কোটি রুপি ছিল তাদের হাতে। দ্বিতীয় পছন্দ ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি রুপ ছিল তাদের হাতে।
আরও পড়ুনঃ IPL 2023 Auction : হায়দ্রাবাদের ছেড়ে দেওয়া পুরান’কে ১৬ কোটি টাকায় দলে নিলো লখনউ সুপার জায়ান্টস
ইংল্যান্ডের তারকা বেন স্টোকসকে নেয়ার জন্য প্রথম থেকেই লড়াই চালিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং রাজস্থান। বেন স্টোকসের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এর পর ধীরে ধীরে স্টোকসকে নেয়ার জন্য দর কষতে থাকে লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর হঠাৎ করেই দর হাঁকতে শুরু করে আইপিএলের চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই। (IPL 2023 Auction)
এই দুই ফ্র্যাঞ্চাইজি বেন স্টোকসকে পাওয়ার ব্যাপারে মূল প্রতিদ্বন্দ্বী সেটা আগেই জানা ছিল। কিন্তু ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে দলে নিয়ে সিএসকে অর্ধেক কাজ করে ফেলল সেটা বলাই যায়।
এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন স্টোকস। ২০১৮ সালে তিনি ১২.৫ কোটি রুপিতে গিয়েছিলেন রাজস্থান রয়্যালস দলে। (IPL 2023 Auction)