IPL 2023 – চলতি মাসে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মিনি নিলাম। এর মাঝে ক্রিকেট প্রেমীদের মনে আইপিএল নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। এই মুহূর্তে তারা সকলে জানতে চাইছে ২০২৩ সালের আইপিএল কবের থেকে শুরু হবে।
এরমধ্যে Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী ১৬ তম আইপিএল (IPL 2023) শুরু হবে ৩১ শে মার্চ অথবা ১ লা এপ্রিল। শোনা যাচ্ছে আহমেদাবাদে খেলা হবে আইপিএলের প্রথম ম্যাচ। কারণ ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ান হয়েছিলো গুজরাট। তাই তারা ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পাবে।
রিপোর্ট অনুযায়ী ৭-১১ ই জুন জুড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলা হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে এখনও তারিখ ঘোষণা করা না হলেও ওইদিন’ই আয়োজন করা হবে ফাইনাল, এমনটাই জানা গেছে ঘনিষ্ঠ সূত্রের মারফত। (IPL 2023)
অর্থাৎ এই রিপোর্ট অনুযায়ী আইপিএলের ফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল শুরুর মাঝে খুব একটা গ্যাপ নেই। কারণ বিসিসিআই আইপিএল ফাইনালের তারিখ ২৮ শে মে অথবা ৪ ই জুন আয়োজিত হবে। এই দুটো তারিখ’ই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল আয়োজন করার কাছাকাছি। (IPL 2023)
আরও পড়ুনঃ Eden Hazard : আন্তর্জাতিক ফুটবল’কে বিদায় জানালেন ইডেন হ্যাজার্ড
🚨 JUST IN: IPL 2023 is all set to start on March 31 or April 1 🏆#IPL2023 pic.twitter.com/lyYpK972ih
— SportsBash (@thesportsbash) December 6, 2022
IPL 2023 set to start on March 31st or April 1st. (Source – Cricbuzz)
— Johns. (@CricCrazyJohns) December 6, 2022
এইমুহুর্তে বিশ্বটেস্ট চ্যাম্পিয়ানশিপের লিগ টেবিলের চার নম্বরে আছে ভারত। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পরেই আছে টিম ইন্ডিয়া। অবশ্য ছয়টা টেস্ট ম্যাচ খেলবে ভারত এখনও ফাইনালের আগে।
ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট, আগামী বছর ফেব্রুয়ারি – মার্চ মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি ম্যাচ, সংশ্লিষ্ট ম্যাচ গুলো’তে ভালো খেলতে পারলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ আছে। তাহলে লন্ডনের ওভালে ফাইনালে খেলার সম্ভাবনা আছে তাদের।
আগামী বছর অস্ট্রেলিয়া ভারত সফরে চারটি টেস্টের পাশাপাশি তিনটি ওডিআই খেলবে। ২২ শে মার্চ সিরিজের শেষ ওডিআই খেলার কথা, ২০২৩ এর আইপিএল শুরু’র ১০ দিন আগে।
আরও পড়ুনঃ Mirabai Chanu : বিশ্ব চ্যাম্পিয়ানশিপে রুপো পেলেন অলিম্পিক পদক জয়ী চানু