
মঙ্গলবার আইপিএল (IPL 2023) থেকে আচমকা অবসর ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা কায়রণ পোলার্ড। গোটা ক্রিকেট জগত পোলার্ডের এই আচমকা অবসরে অবাক হয়েছে।
পাঁচ বারের আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্সের এক দশকের বেশি সময় ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন পোলার্ড। মঙ্গলবার ক্রিকেটার হিসেবে আইপিএল’কে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। আগামী বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে তাকে।
২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন পোলার্ড। এরপর একের পর এক দারুণ সব অলরাউন্ড পারফরম্যান্সের দিয়ে নিজেকে দলের সম্পদে পরিণত করেন পলি। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের আইপিএল থেকে অবসর নেওয়ার কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ বার্তা রেখেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। (IPL 2023)
ইনস্টাগ্রামে পোলার্ডের সাথে মাঠে সময় কাটানোর একটি ছবি পোস্ট করে রোহিত লেখেন, “যেমন বড়ো মানুষ, তেমন বড়ো তার প্রভাব, সব সময় হৃদয় দিয়ে খেলেছে। একজন প্রকৃত মুম্বই ইন্ডিয়ান্স কিংবদন্তি।”
পোলার্ডের অবসর ঘোষণার পর ট্যুইট করেছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর’ও। মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ট্যুইট করেছেন,
“মুম্বই ইন্ডিয়ান্সে ‘বিদায়’ বলে কিছু নেই। অভিনন্দন পলি এম আই ফ্রাঞ্চাইজির ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার জন্য। ডাগ আউটে তোমার উপস্থিতি ভাগ আউটে থাকা বাকী ক্রিকেটাদের অনুপ্রেরনা দেবে।”
এর আগে তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ একটি ইমোশনাল পোস্ট করেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসাথে খেলেছেন দুজনে বহুদিন। বুমরাহ’র বক্তব্যে উঠে এসেছে ক্যারিবিয়ান অলরাউন্ডারের সাথে কাটানো মুহুর্ত কথারা। (IPL 2023)
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ড সিরিজে নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিলো ভারতের, মত পাকিস্তানি তারকার
At @mipaltan there is never a goodbye, Polly.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2022
Congratulations on becoming the new batting coach for the MI franchise.
Your presence will be a big influence for all the boys in the dugout. https://t.co/mpxWr4csrD
ইনস্টাগ্রামে বুমরাহ লিখেছেন,
“নেট সেশনে মজার কথা গুলো মনে পরে যাচ্ছে আমার। অভিনন্দন এমন অসাধারণ কেরিয়ারের জন্যে পলি, তোমার নতুন ইনিংসের জন্যে অনেক শুভেচ্ছা।”
২০২৩ সালের আইপিএলের (IPL 2023) রিটেনশন এবং রিলিজড ক্রিকেটারের তালিকা ঘোষণা করার আগে পোলার্ডের আইপিএল থেকে অবসর নেওয়ার কথা সামনে আসে।
আইপিএলে (IPL 2023) ১৮৯ ম্যাচ খেলেছিলেন পোলার্ড, সেখানে ৩৪১২ রান করেছেন ১৪৭.৩ স্ট্রাইক রেটে। করেছেন ১৬ টা হাফ সেঞ্চুরি। নিয়েছেন ৬৯ টা উইকেট। অবশ্য ২০২২ সালের আইপিএল ভালো যায়নি পোলার্ডের। শেষের দিকে কিছু ম্যাচে বসানো হয়েছিল তাকে। এবছর এপ্রিল মাসে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন এই তারকা ক্রিকেটার।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : প্রাক্টিসে ঋষভ পন্তের সাথে বেশি করে সময় কাটাচ্ছেন ভিভিএস লক্ষণ