INDW vs BANW Warm-Up Match : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড

0
23
INDW vs BANW Warm-Up Match : India beat Bangladesh by 52 runs in Women's T20 World Cup warm-up match
INDW vs BANW Warm-Up Match : India beat Bangladesh by 52 runs in Women's T20 World Cup warm-up match

INDW vs BANW Warm-Up Match – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ব্রিগেড। এদিন ৫২ রানে ম্যাচ জিতলেন দীপ্তি শর্মারা। এবার আগামী রবিবার (১২ ই ফেব্রুয়ারি) পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। 

তবে এদিন প্রস্তুতি ম্যাচে ৫২ রানে বাংলাদেশকে গুঁড়িয়ে দিলেও, তারপর যে সুপার ওভারের মহড়া দিল ভারত, তাতে হেরে গেলেন দীপ্তি শর্মারা। ২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে পারলেন না ভারতের দুই বিধ্বংসী ব্যাটার শেফালি বর্মা এবং রিচা ঘোষ। (INDW vs BANW Warm-Up Match)

প্রসঙ্গত, আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গতকাল অর্থাৎ বুধবার, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। সেই ম্যাচের পর দুই দল সুপার ওভার খেলে। (INDW vs BANW Warm-Up Match)

প্রথমে বল করেন ভারতের অধিনায়ক দীপ্তি শর্মা। ২১ রান খরচ করেন তিনি। বেশিরভাগ রানই করেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জবাবে ১৮ রানের বেশি তুলতে পারেননি শেফালি ও রিচা। ১৮ রান করেন খরচ করেন নাহিদা আখতার। তিন রানে সুপার ওভার জিতে যায় বাংলাদেশ।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “আমার একার স্বপ্ন ছিলো না”, টেস্ট অভিষেকে আবেগে ভাসলেন ভারত

এমনিতে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৮৩ রান তুলেছিল ভারত। অথচ শুরুটা ভয়াবহ হয়েছিল টিম ইন্ডিয়ার। হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানার অনুপস্থিতিতে ছয় ওভারে ৩৫ রানে তিন উইকেট পড়ে যায়। তারপর রিচা এবং জেমিমা রদ্রিগেজের সুবাদে আবারও ঘুরে দাঁড়ায় ভারত। 

শুরুতে রিচা ধীর গতিতে খেললেও, জেমিমা মেরে খেলতে শুরু করেন। পরে তার সেই ছন্দ ধরে নেন রিচা’ও। ২৭ বলে ৪১ রান করে জেমিমা আউট হয়ে গেলেও বেধড়ক মারতে থাকেন ভারতীয় উইকেটকিপার। ৫৬ বলে ৯১ রানে অপরাজিত থাকেন রিচা। তিনটি চার এবং নটি ছক্কা হাঁকান তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৬২.৫। চার বলে অপরাজিত ১৩ রান করেন পূজা বস্ত্রকার। শেষ পাঁচ ওভারে ভারত তোলে ৮৩ রান। (INDW vs BANW Warm-Up Match)

পরবর্তীতে সেই বিশাল রান তাড়া করতে নেমে একেবারেই ছন্দ খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন সুলতানা’রা। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। তারা হেরে যায় ৫২ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪০ রান করেন অধিনায়ক সুলতানা। ৩২ বলে ৩২ রান করেন মুর্শিদা খাতুন। (INDW vs BANW Warm-Up Match)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুরের ড্রেসিংরুমে ইন্দিরানগরের গুন্ডার মেজাজে দ্রাবিড়, ভাইরাল হলো ভিডিও