INDW vs AUSW Warm-Up Match : হতশ্রী ব্যাটিং পারফরম্যান্সের জেরে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অজিদের কাছে ৪৪ রানে হারলো স্মৃতি’রা

0
13
INDW vs AUSW Warm-Up Match : Indian batters disappoint as Australia win by 44 runs in T20 World Cup warmup match
INDW vs AUSW Warm-Up Match : Indian batters disappoint as Australia win by 44 runs in T20 World Cup warmup match

INDW vs AUSW Warm-Up Match – মহিলা টি ২০ বিশ্বকাপের আগে দলের হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স চিন্তায় রাখছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতকে। দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে অপরাজেয় থেকে ফাইনালে উঠেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হয়েছিল। ব্যাটারদের খারাপ ফর্ম অব্যাহত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও। গত সোমবার কেপ টাউনে অস্ট্রেলিয়ার মহিলা দল ভারতের প্রমীলা বাহিনীকে হারাল ৪৪ রানে।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল। ৭৯ রানে ৮ উইকেট পড়েছিল ১৫.৪ ওভারে। সেখান থেকে অজিরা ওই স্কোরে পৌঁছয় জর্জিয়া ওয়েরহ্যামের ১৭ বলে অপরাজিত ৩২ ও জেস জোনাসেনের ১৪ বলে অপরাজিত ২২ রানের সুবাদে। বেথ মুনি করেন ৩৩ বলে ২৮ রান, অ্যাশলেইঘ গার্ডনার করেন ১৭ বলে ২২ রান। শিখা পাণ্ডে, পূজা বস্ত্রকার ও রাধা যাদব দুটি করে উইকেট নেন। রাজেশ্বরী গায়কোয়াড় পান ১ টি উইকেট। দীপ্তি শর্মা ৩ ওভারে ১৮ রান দিয়েও একটিও উইকেট পাননি। (INDW vs AUSW Warm-Up Match)

জবাবে ভারতের ইনিংস ১৬ ওভারে মাত্র ৮৫ রানেই শেষ হয়ে যায়। প্রথমে ২২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল হরমনপ্রীতের দল। জেমাইমা রডরিগেজ ও স্মৃতি মান্ধানা ০, শেফালি ভার্মা ২, রিচা ঘোষ ৫, হার্লিন দেওল ১২, ইয়াস্তিকা ভাটিয়া ৭, দীপ্তি শর্মা ১৯, পূজা বস্ত্রকার ৯, শিখা পাণ্ডে ও রাধা যাদব করেন ১ রান, অঞ্জলি সর্বাণী করেন ১১ রান। ১৭ রানে চার উইকেট নেন ডার্সি ব্রাউন। হরমনপ্রীত অবশ্য ব্যাট করেননি। (INDW vs AUSW Warm-Up Match)

এদিকে, বিশ্বকাপ শুরুর আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে হরমনপ্রীত জানান তার অধিনায়কত্বের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনেক অবদান রয়েছে। তিনি বলেন,

“আমরা জানি মাঠে কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন ধোনি। পুরানো ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায়। আমি সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনেক কিছুই শিখেছি। আমি ছোট ছোট জিনিস শিখতে ভালোবাসি যা আমার এবং দলের পক্ষে ইতিবাচক গবে। ফলে যখনই অধিনায়কত্বের কথা ওঠে তখনই আমার জীবনে এই দুজনের কথা আমি উল্লেখ করে থাকি।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কপিল দেবের মতো ব‍্যাট করেন সূর্য কুমার যাদব, বলছেন তারকা এই কোচ

হরমনপ্রীত আরও বলেন, (INDW vs AUSW Warm-Up Match)

“সৌরভ যখন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তখন মহিলাদের ক্রিকেটেরও বিকাশ ঘটছিল। যেভাবে সৌরভ প্লেয়ারদের পাশে থেকে, তাদের প্রতি আস্থা রেখে ড্রেসিংরুমের পরিবেশটাই বদলে দিতেন, তা সমীহযোগ্য। ফলে সৌরভ ও ধোনির নেতৃত্ব আমি সব সময় ফলো করি।”

আগামী ১২ ই ফেব্রুয়ারি পাকিস্তান ম্যাচ দিয়ে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। সব দলকেই সমীহ করছেন হরমনপ্রীত। (INDW vs AUSW Warm-Up Match)

আরও পড়ুনঃ Aaron Finch : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ