Lionel Messi – আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির জার্সি উপহার স্বরুপ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনার্জি কোম্পানি YPF এই জার্সি তুলে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর হাতে।
মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জিতেছিলো। সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ফুটবল খেলেছিলো, দিয়েছিলো সাতটি গোল এবং গোল করিয়েছিলেন তিনটি। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে ওঠার স্বরুপ ‘গোল্ডেন বল’ পেয়েছিলেন মেসি। (Lionel Messi)
এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয় বার গোল্ডেন বল পেলেন মেসি। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। সেইবার আর্জেন্টিনা ফাইনালে মারিও গোয়েৎজের করা একমাত্র গোলে হেরে গেছিলো জার্মানির কাছে। (Lionel Messi)
Pablo Gonzalez, President YPF from Argentina gifted a Messi T shirt to PM Modi on the sidelines of the India Energy Week. pic.twitter.com/lIHAgiTo1B
— Sidhant Sibal (@sidhant) February 6, 2023
এই আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার বর্তমানে ফের নিজের বর্তমান ক্লাব প্যারিস সাঁজার হয়ে ফুটবল খেলা শুরু করেছেন। চলতি মরশুমে এই ফরাসি ক্লাবের হয়ে অসামান্য ফর্মে আছেন মেসি। সংশ্লিষ্ট ক্লাবের হয়ে ২৪ ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি ১৪ টা গোল করিয়েছেন। ক্লাবের শেষ দুটো ম্যাচেও গোল করেছেন মেসি। (Lionel Messi)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতে সতীর্থ ওয়ার্নারের জনপ্রিয়তা দেখে থম মেরে গেলেন উসমান খোয়াজা
কাতার বিশ্বকাপ জয় মেসির কেরিয়ারে এক অসামান্য মাইলফলক বলা যায়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে আমেরিকা এবং মেক্সিকো জুড়ে। সেই বিশ্বকাপে মেসিকে কি ফের দেশের হয়ে খেলতে দেখা যাবে ? ইদানিং একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল খোদ লিওকেই, জবাবে মেসি বলেছিলেন,
“বয়সের জন্যে ২০২৬ সালের বিশ্বকাপ খেলাটা কঠিন খানিকটা। যতো সময় খেলাটা উপভোগ করবো, তত সময় অবধি খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা নেই আমার। তবে পরের বিশ্বকাপ শুরু হতে ঢের দেড়ি, ওই সময় আমার কেরিয়ার কোন খাতে বইছে সেটা বোঝা উচিত।”