বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দুটো টেস্ট খেলতে আজ ঢাকায় পৌঁছবে ভারতীয় ক্রিকেট দল।রোহিত শর্মা,বিরাট কোহলি,কে এল রাহুল সহ সেই সকল ভারতীয় দলের সদস্যরা, যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলেননি তারাও সকলে আজ পা রাখবে পড়শী দেশে। নিউজিল্যান্ড সফরে খেলা যে সকল ক্রিকেটারেরা, যেমন শিখর ধাওয়ান এবং ওয়াশিংটন সুন্দর, তারা শুক্রবার ভারতীয় শিবিরে যোগ দেবেন। রোববার ঢাকায় খেলা হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
আগামী – ৪, ৭ এবং ১০ ই ডিসেম্বর ঢাকাতে তিনটি ওডিআই খেলবে ভারত-বাংলাদেশ। এরপর ১৪-১৮ ই ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামে, ২২-২৬ ডিসেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। (IND vs BAN 2022)
The third & final #NZvIND ODI is called off due to rain 🌧️
— BCCI (@BCCI) November 30, 2022
New Zealand win the series 1-0.
Scorecard 👉 https://t.co/NGs0HnQVMX #TeamIndia
📸 Courtesy: Photosport NZ pic.twitter.com/73QtYS5SJm
সফরের দুটো সিরিজেই (IND vs BAN 2022) ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার সকল মেজর প্লেয়ারদের খেলতে দেখা যাবে এই সিরিজে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ’দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, এখনও অবধি টেস্ট সিরিজের দল ঘোষণা করা হয়নি।
ভারত তাদের শেষ ওয়ানডে সিরিজ খেলেছিলো নিউজিল্যান্ড সফরে। বর্ষা বিঘ্নিত সেই সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড, ১-০ ব্যবধানে। অবশ্য শেষ বার ভারত-বাংলাদেশ মুখোমুখি হয়েছিলো, তখন অবশ্য ভারত জিতেছিলো, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা। টুর্নামেন্টের সুপার টুয়েলভের পারফরম্যান্সে ভালো দিলেও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে যায়।
India Test Squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (Captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, KL Rahul, Rishabh Pant, Srikar Bharat, Kuldeep Yadav, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Umesh Yadav.
India ODI squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (capt), KL Rahul (vc), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Ravindra Jadeja, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Deepak Chahar, Yash Dayal.
Bangladesh ODI Squad for IND vs BAN 2022 Series:
Tamim Iqbal (Captain), Yasir Ali, Najmul Hossain Shanto, Shakib Al Hasan, Afif Hossain, Mahmudullah, Mehidy Hasan Miraz, Litton Das, Anamul Haque, Mushfiqur Rahim, Nurul Hasan, Mustafizur Rahman, Taskin Ahmed, Hasan Mahmud, Ebadot Hossain, Nasum Ahmed.
Bangladesh Test Squad for IND vs BAN 2022 Series : Yet to be announced.
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশ সফরের আগে ভারতীয় দলের দূর্বলতা ফাঁস করলেন ওয়াসিম জাফর