
Indian Cricket Team – এবারের ওয়ানডে বিশ্বকাপের জন্যে ভারতের বোলিং আক্রমণ একেবারেই তৈরী আছে বলেই মনে করেন সলমন বাট। বর্তমানে অসাধারণ ছন্দে আছেন মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। উমরান মালিক তার ঝড়ের গতিতে বোলিং করে ছন্দে থাকার ইঙ্গিত দিয়ে রেখেছেন।
বিভিন্ন বৈচিত্র্যময়তা দেখা যাচ্ছে কূলদীপ যাদবের বোলিংয়ে। বাট মনে করে বুমরাহ এবং জাদেজা ফিরলে এই ভারতীয় (Indian Cricket Team) বোলিং লাইন আপকে আরও শক্তিশালী দেখাবে। এই মুহুর্তে চোটের কারণে মাঠের বাইরে আছেন জসপ্রীত বুমরাহ, অন্যদিকে চোট সারিয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন রবীন্দ্র জাদেজা। গতবছর এশিয়া কাপে খেলাকালীণ চোট পান তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : সচিন নয়, আদর্শ হিসেবে কোহলিকেই বেছে নিলেন শুভমান গিল
এবিষয় আলোকপাত করার সময় সলমন বাট বলেছেন –
“সামনে বিশ্বকাপ, তার আগে এখন দেখুন সিরাজ এবং শামি কি দারুণ ফর্মে আছেন। উমরান মালিকের থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। সময় মতো ফিরে আসবে জসপ্রীত বুমরাহ, জাদেজাও ফিট হয়ে উঠেছেন। ভারতের কাছে এবার সমস্ত রকম বোলিং উৎস আছে।”
রোহিত শর্মা ব্রিগেডকে (Indian Cricket Team) এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৭ শে জানুয়ারি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : হার্দিক পান্ডিয়া ভারতের সম্পদ, তাকে কুর্নিশ জানালেন ইরফান পাঠান