ভারতীয় দলে (Indian Cricket Team) যেকোনো ভাবে পেতে চাইছে মহেন্দ্র সিং ধোনি’কে। Telegraph India এমনটাই দাবী করেছে। ‘ফিয়ারলেস ক্রিকেট’ খেলতে চাইছে ভারত, বিশেষ করে আইসিসির ইভেন্ট গুলো’তে। তাই তার উপর বিশেষ জোর দিতে মহেন্দ্র সিং ধোনির মতো কাউকে পেতে চাইছে বোর্ড।
শেষ দুটো টি ২০ বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) রক্ষণাত্মক ক্রিকেট মারাত্মক চাপে ফেলেছে। রাহুল দ্রাবিড় – রোহিত শর্মার হাতে থাকা ভারতীয় দল অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি ২০ বিশ্বকাপে বিশেষ কিছু করে উঠতে পারেনি।
Let us know your pick 🏏🇮🇳#crickettwitter #india #msdhoni #viratkohli pic.twitter.com/3jP9AolRq6
— Sportskeeda (@Sportskeeda) November 14, 2022
গোটা টুর্নামেন্ট জুড়ে মাত্র একবার পাওয়ার প্লে’তে ৪০ রানের গন্ডি পেরোতে সক্ষম হয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ওপেনার’রা ছন্দে ছিলো না। অধিনায়ক রোহিত শর্মা নিজেই ছন্দে ছিলেন না।
আরেকবার টি ২০ বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড এখন চাইছে টি ২০ দলটায় বিস্তর বদল আনতে এবং ধোনিকে পেলে সেই বদল আনার কাজটা বেল ভালো ভাবে এগানো সম্ভব বলে মনে করছেন বোর্ড কর্তারা।
Telegraph India র রিপোর্ট অনুযায়ী –
“যেকোনো ভাবে হোক মহেন্দ্র সিং ধোনি’কে টি২০ দলের সাথে যুক্ত করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ’তে ফিয়ারলেস ক্রিকেট খেলতে ধোনির সাহায্য চাইছে তারা।”
সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ২০২১ সালের টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়ে গেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে পাকিস্তান, নিউজিল্যান্ডের কাছে হারের ফলে ভারত সেই বিশ্বকাপের শুরুতেই ছিটকে যায়।
গতবছর রবি শাস্ত্রীর সরে দাড়ানোর পর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আসেন রাহুল দ্রাবিড়। শুরুতে সফলতা পেলেও এবারের টি ২০ বিশ্বকাপে ভরাডুবি চরম সমালোচনার কেন্দ্রবিন্দুতে এনে দার করিয়েছে ভারত কোচ’কে।
বিশ্বকাপের ব্যর্থতার পর থেকে ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন কোচ নিয়োগের দাবী জানানো শুরু করেছে অনেকেই। ইতিমধ্যে ইংল্যান্ড সাফল্য পেয়েছে এই পন্থা অবলম্বন করে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দুই ভয়ের কারণ জানালেন লিওনেল মেসি
ON TOP OF THE WORLD 🦁 pic.twitter.com/CrpaPCfx1o
— England Cricket (@englandcricket) November 13, 2022
রিপোর্টে দাবী করা হয়েছে এটাই ধোনির শেষ আইপিএল। এরপর থেকে কোচের পদে দেখা যাবে তাকে।
“আগামী বছর আইপিএলে ধোনি’কে শেষ বারের মতো খেলতে দেখা যাবে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড তার অভিজ্ঞতা কে কাজে লাগাতে চাইছে। স্পেশালিস্ট ক্রিকেটারদের নিয়ে কাজ করতে বলা হতে পারে তাকে। কারণ দ্রাবিড়ের পক্ষে তিন ফর্ম্যাটে নজর রাখাটা কঠিন হয়ে পড়ছে।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : হার্দিক’দের বিরুদ্ধে লড়াই সহজ হবেনা, মানছেন নিউজিল্যান্ড কোচ স্টিড