
তাহলে কি ভারতের টি-টোয়েন্টি দলে আর দেখা যাবে না বিরাট কোহলি, রোহিত শর্মা’কে ? (Indian Cricket Team) গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। কিছুদিন আগেই এক বোর্ড কর্তা বলেছিলেন যে, টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট এবং রোহিত’কে। সেই বোর্ড কর্তার এমন মন্তব্যের পর থেকেই চারিদিকে জল্পনা দেখা দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, বোর্ড সূত্রে খবর মিলেছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট আগামীর টি-টোয়েন্টি দল নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। (Indian Cricket Team) এই বিষয়ে ভারতের সব ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি’র সঙ্গে আলোচনায় বসতে চলেছে তারা।
এটাও জানা গিয়েছে যে, তাদের টি-টোয়েন্টি কেরিয়ার নিয়েও আলোচনা হবে চেতন শর্মা’র নেতৃত্বাধীন নির্বাচক কমিটি’র সঙ্গে। (Indian Cricket Team)
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর ছেঁটে ফেলা হয়েছিল চেতন শর্মা’র নেতৃত্বাধীন এই নির্বাচকমণ্ডলী’কে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ভারত’কে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। এবার তাকেই সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারতের অধিনায়ক করা হতে পারে বলেই একাধিক মহলে দাবি করা হয়েছে।
ওই মহলের দাবি, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ’কে মাথায় রেখে তরুণ’দের নিয়ে দল তৈরি করতে চাইছে বিসিসিআই। যেখানে সিনিয়র ক্রিকেটার’রা থাকবেন না বললেই চলে। (Indian Cricket Team)
গুয়াহাটি’তে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,
“এখন আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো পারফর্ম করা। আমরা সেই নিয়েই ভাবছি। কিছু খেলোয়াড়’দের পক্ষে সব ফর্ম্যাটে খেলা সম্ভব নয়, তাদের দলে আমিও রয়েছি। এই বছর আমাদের মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ আছে। ফলে টি-টোয়েন্টি নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। তবে এটাও ঠিক আমি টি-টোয়েন্টি ফরম্যাট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিইনি।”
তারইমধ্যে সংশ্লিষ্ট মহলের মতে, পান্ডিয়া’কে অধিনায়ক করে টি-টোয়েন্টি’তে তরুণ’দের নিয়ে দল তৈরি করতে চাইছে ভারতীয় বোর্ড। ইশান কিষান, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা’র মতো আক্রমণাত্মক ব্যাটার ভারতের কাছে রয়েছে। তারা ক্রিজে নেমেই বাউন্ডারি–ওভার বাউন্ডারি মারার ক্ষমতা রাখেন। (Indian Cricket Team)