Indian Cricket Team – টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে ভারতীয় ক্রিকেট দলে বিশেষ করে টি টোয়েন্টি দলে রদবদলের ডাক দিয়েছেন একাধিক সিনিয়র ক্রিকেটারেরা।
টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় দলের (Indian Cricket Team) বেশ কিছু ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ইংল্যান্ড দলের মডেল ফলো করা উচিত বলে দাবি করেছেন অনেকেই। এমনকি জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়ক বদলের দাবী জানিয়েছেন অনেকেই।
Nayan Mongia, Maninder Singh, Shiv Sunder Das and Ajay Ratra are among several candidates in the running to become part of BCCI's new senior men's selection committee https://t.co/M4nHCRScBd
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 29, 2022
Representing the country has been the ultimate honour. I’m grateful & lucky with no repentance 😊 pic.twitter.com/Ub8i6aIFQc
— Rohit Sharma (@ImRo45) August 15, 2022
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) আগামী বছরের ক্রীড়াসূচী ওডিআই, টেস্ট ক্রিকেট ম্যাচে ঠাসা। ২০২৩ সালের দুই আইসিসি ট্রফি পাখির চোখ করছে টিম ইন্ডিয়া। তবে ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছে ‘মেন ইন ব্লু’ ম্যানেজমেন্ট। PTI কে BCCI সূত্র জানিয়েছে –
“ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ক্রিকেটারকে অবসর নিতে বলিনি। কিন্তু আগামী বছর মাত্র হাতে গোনা কয়েকটি টি ২০ ম্যাচ খেলা হবে, তাই সিনিয়র ক্রিকেটারেরা টেস্ট এবং ওডিআই ক্রিকেটে বেশি পরিমাণে মনোযোগ করবে।
কারোর মন না চাইলে অবসর না নিতেই পারে। তবে অধিকাংশ ক্রিকেটারেদের আগামী বছর টি ২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবেনা।”
সম্প্রতি নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছিলো ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে সেই সিরিজ জিতেছিলো।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : খুশির খবর ফ্রান্সের শিবিরে, ফিরছেন করিম বেঞ্জেমা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে ভারতীয় দলের। তাই বাংলাদেশ সফরের টেস্ট দুটো জেতাটাই এখন লক্ষ্য ‘মেন ইন ব্লু’র। এরপর ঘরের মাঠে চার ম্যাচর টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ভারতে। তার দল গঠনের চিন্তা তো আছে ম্যানেজমেন্টের। দুটো আইসিসির ইভেন্ট তো আছেই, পাশাপাশি এশিয়া কাপ ও পরিকল্পনায় আছে ভারতের। কোন খাতে বইতে চলেছে ভারতীয় দল, তার আভাস নির্বাচকরা দিয়েছেন দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিনদের খেলার সুযোগ না দিয়ে। শুভমান গিলদের মতো যুব তারকাদের আরও বেশি করে সুযোগ দেওয়া হবে। কারণ প্রথম একাদশ গঠন করার পাশাপাশি রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করাটাও এখন লক্ষ্য টিম ইন্ডিয়ার।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশেষ কারণে রোনাল্ডোর খেলা দেখতে হাজির সৌদির রাজপুত্র