Indian Cricket Team – টি টোয়েন্টি বিশ্বকাপের পর সদ্য সমাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও পরিচিত ছন্দে পাওয়া যায়নি কে এল রাহুলকে। এবার তাকে উদ্দেশ্য করেই তিক্ষ্ণ মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রীতেন্দর সিং সোধি।
এই প্রাক্তন ক্রিকেটারের মত যে সকল ক্রিকেটারেরা বর্তমানে পারফরম্যান্স দিতে পারছেন না, তাদের বিনা বাক্য ব্যয় করে এখনই জাতীয় দল থেকে সরিয়ে ফেলা হোক। তিনি সেই সকল ব্যর্থ ক্রিকেটারেরা রঞ্জিতে ভালো খেলে নিজেকে প্রমাণিত করে ফের জাতীয় দলে সুযোগ করে নিক। (Indian Cricket Team)
India News কে সোধি বলেছেন,
“যে যতোই বড়ো ক্রিকেটার হোকনা কেনো, পারফরম্যান্স তাকে ধারাবাহিক ভাবে দিতে হবে। যদি তুমি পারফরম্যান্স দাও তবেই দলের জন্য কার্যকর। পেশাদার ক্রিকেটে, আবেগ বলে কিছুই হয়না। এখনই দশ জন ক্রিকেটারের নাম বলবো যারা গথ দশ বছর সুনামের সাথে খেলে গিয়েছেন, কিন্তু আমরা বিশ্বকাপ জিতিনা বহূবছর হলো। আর এটা কিন্তু বারবার হচ্ছে। ওদের ছেঁটে ফেলাটা বিরাট কোনও ব্যাপার নয় ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের কাছে। কারণ তাদের বদলে যাদের নেওয়া হবে তারা পারফরম্যান্সের ভিত্তিতে সুযোগ করে নেবে। আর যারা বাদ পড়বেন তারা রঞ্জি ট্রফিতে ভালো খেললে তারপর দলে ফেরানো হোক।”
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : বড়দিনে রোনাল্ডোকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন সঙ্গী জর্জিনা
A century wasn’t enough for #Ganguly to hold his place. But pathetic #KLRahul will remain in test squad after scoring just 57 runs in 4 innings against BD.
— Kritic (@Kritic5) December 26, 2022
Yesteryear star and sledger par excellence #Kohli scored 45 in 4 innings but his T20 form will keep him in test team.
এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ভালো খেলতে পারেননি রাহুল। ছয় ইনিংসে ১২৮ রান করেছিলেন তিনি ২১.৩৩ গড়ে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের চার ইনিংসে ৫৭ রান করেছিলেন এই ব্যাটার। (Indian Cricket Team)
আরও পড়ুনঃ AUS vs SA 2022 : শততম টেস্টে ডবল সেঞ্চুরি করার বিরল নজির গড়লেন ডেভিড ওয়ার্নার