Indian Cricket Team – খোদ রাহুল দ্রাবিড় যে দলের হেড কোচ, সেই দলের ব্যাটিং কোচের প্রয়োজন কিসের ? এমনটাই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের বিপক্ষে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর একথা বলেছেন গাভাস্কার।
সদ্য ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গেছিলো ইংল্যান্ডের কাছে। এবিষয় Aaj Tak এর আলোচনা ভারতের হারের কারণ নিয়ে আলোচনা করা কালীণ এই বড়ো সাপোর্ট স্টাফের ব্যাপারটা তুলে ধরেছেন, তার বক্তব্য –
“রাহুল দ্রাবিড়ের মতো বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটার এই দলের কোচ। তাহলে আবার ব্যাটিং কোচের আলাদা করে কিসের প্রয়োজন ভারতের? যখন রাহুল দ্রাবিড় এক রকম কথা বলছেন, আর ব্যাটিং কোচ বিক্রম রাঠোর একরকম কথা বলছেন, তখন ক্রিকেটারেরা কনফিউজড হয়ে যাচ্ছে। এটা বোঝা উচিত সবার। যদি মনে হয় এতো সাপোর্ট স্টাফ’কে পাঠানোর প্রয়োজন নেই। তাহলে সফরে পাঠিওনা। যাদের দরকার, তাদেরকে পাঠাও শুধু।”
গাভাস্কার আরও বলেছেন, ক্রিকেটারেরা একাধিক স্টাফের বক্তব্য শুনে অনেক সময় কনফিউজড হয়ে পরে। তার বক্তব্য –
“১৯৮৩ সালের বিশ্বকাপে একজন ম্যানেজার ছিলো আমাদের। ১৯৮৫ সালেও তাই। ২০১১ সালে যখন টিম জিতলো, তখনো এতো লোক ছিলো না। আমি জাতীয় দলে দিন দিন এতো সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়তে দেখে অবাক হচ্ছি। প্লেয়াররা কনফিউজড হয়ে পরছে, কার কথা শুনবে, সেটা ভেবেই।”
ফেরা যাক টি ২০ বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গে। মেলবোর্নে পাকিস্তান’কে হারিয়ে দ্বিতীয় বারের মতো টি ২০ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।