Indian Cricket Team : ফিট হয়েও দলে নেই বুমরাহ, অস্ট্রেলিয়া সিরিজের আগে পন্ত’কে পাঠানো হচ্ছে NCA’তে

0
232
Indian Cricket Team : Bumrah fit but selectors cautious, Pant sent to NCA before Australia Tests
Indian Cricket Team : Bumrah fit but selectors cautious, Pant sent to NCA before Australia Tests

বছর শেষের আগেই ভারত অধিনায়ক রোহিত শর্মা নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন। (Indian Cricket Team) স্বাভাবিক ভাবেই রোহিত আশা রাখছেন, শ্রীলঙ্কা’র বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের সময়ে অর্থাৎ জানুয়ারি’র প্রথম সপ্তাহের শেষের দিকে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ রা জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওডিআই সিরিজের দলে নাম রয়েছে তার।

এদিকে সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরের পর কেএল রাহুল এবং বিরাট কোহলি’কে বিশ্রাম দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, দুজনের কেউই এই মুহূর্তে কোনও বিরতি চাননি, তবে নির্বাচকেরা মনে করেছেন তাদের বিরতি প্রয়োজন।

অন্যদিকে তারকা পেসার জাসপ্রীত বুমরাহ’কে আবার ফিট ঘোষণা করা হয়েছিল এবং নির্বাচনের জন্য তিনি উপলব্ধও ছিলেন। কিন্তু নির্বাচকেরা তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তারা বুমরাহের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান।

এই প্রশিক্ষণের মাধ্যমে একটি ম্যাচে যে চাপ নিতে হয়, সেই চাপটাই বুমরাহের উপর দেওয়া হবে, এবং আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ’কে ফেরানোর আগে, তিনি কী ভাবে সেই চাপটা ধরে রাখেন, তা দেখতে চান নির্বাচকেরা। (Indian Cricket Team)

সেই কারণেই ভারতীয় তারকা অরাউন্ডার রবীন্দ্র জাদেজা’ও এখনও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে।  নির্বাচকেরা তাকেও একই প্রশিক্ষণের মাধ্যমে দেখে নিতে চান, যে তিনি কী ভাবে চাপটা নিতে পারেন।  আসলে পুরোপুরি ম্যাচ ফিট কিনা তা নিশ্চিত করতেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্ত’কে এনসিএ’তে পাঠানো হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্টেরে মতে, ভবিষ্যতে টেস্ট ফরম্যাটে পন্তের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ভারতের হয়ে এবং এখনও পর্যন্ত চলতি বছর ৪৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর, তার এই বিরতির প্রয়োজন খুব। (Indian Cricket Team)

আরও পড়ুনঃ Ramiz Raja : পিসিবি’র চেয়ারম্যান থাকাকালীন মেসেজের উত্তরও দিতেন না রামিজ রাজা ! এমনই বিস্ফোরক দাবী পাক তারকা’র

কার্যত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটি’তে জিততেই হবে ভারত’কে। (Indian Cricket Team)

মঙ্গলবার রাতে শ্রীলঙ্কা সফরের জন্য যে ওডিআই এবং টি-টোয়েন্টি দল নির্বাচন করা হয়েছে, তাতে বড় চমক হল, কেএল রাহুল একদিনের সিরিজের দলের থাকার পরেও হার্দিক পাণ্ডিয়া’কে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা।

টি-টোয়েন্টি সিরিজের দলে রোহিত, বিরাট, কেএল রাহুল না থাকায়, দল’কে নেতৃত্ব দেবেন হার্দিক।  রোহিত পরবর্তী সাদা-বলের অধিনায়ক হিসেবে হার্দিক’ই যে বোর্ডের ভাবনায় রয়েছেন, এটা সম্ভবত তারই ইঙ্গিত।

এছাড়া শিখর ধাওয়ান’কে ওডিআই টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তিনি ওডিআই দলের অধিনায়কত্ব করেছিলেন, যখন দলের প্রধান খেলোয়াড়’রা গত দু’বছরে টি-টোয়েন্টি’তে মনোযোগ দিয়েছিলেন। (Indian Cricket Team)

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে’তে রোহিতের অনুপস্থিতি’তে ডাবল সেঞ্চুরি করেন ইশান কিষাণ। ওপেনিং স্লটের জন্য লড়ছেন শুভমন গিল’ও। এমন কী পন্ত’কেও ওপেনার হিসেবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও তার জায়গাটি আপাতত মিডল অর্ডারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Rishabh Pant : ভারতের সাদা বলের ক্রিকেটে কি শেষ পন্ত যুগ, উত্তর দিলেন প্রাক্তন জাতীয় নির্বাচক