Indian Cricket Team : এবছর ওয়ানডে বিশ্বকাপের দল বাছাই করে নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড

0
32
Indian Cricket Team : BCCI shortlists 20 players for 2023 ODI World Cup
Indian Cricket Team : BCCI shortlists 20 players for 2023 ODI World Cup

Indian Cricket Team– রোববার বিসিসিআইয়ের অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে রিভিউ মিটিং। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি, সেক্রেটারি জয় শাহ, অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষণ এবং সেলেকশন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা।

এই মিটিংটি আয়োজন করার অন‍্যতম কারণ ছিলো ভারতের ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হারার কারণ জানার জন্যে। (Indian Cricket Team)

এবছর অক্টোবর মাসে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তার জন্যে ২০ জনের দল বাছাই করেছে বিসিসিআই এই মিটিংয়ে।

৩ রা জানুয়ারি ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হবে। টি টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। (Indian Cricket Team)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দেখে নিন আবহাওয়ার পরিস্থিতি মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলা প্রথম টি টোয়েন্টি ম‍্যাচের, জানুন বিস্তারিত

FULL SQUAD (Indian Cricket Team)

India squad for Sri Lanka T20Is: Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

India squad for Sri Lanka ODIs: Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Pakistan Cricket : মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিসিআইয়ের পথ অনুসরণ করে পাক ক্রিকেটে বদল আনার পরিকল্পনা করছেন আফ্রিদি