২০২২-এর মতোই ২০২৩ সালেও ঠাসা ক্রীড়াসূচি নির্ধারিত রয়েছে টিম ইন্ডিয়া’র (Indian Cricket in 2023)। বিশ্রামের কোনও সুযোগ নেই ভারতীয় ক্রিকেটার’দের। শুধুমাত্র জানুয়ারি’তেই ১১ টি সীমিত ওভারের ম্যাচ খেলবে ভারত।
এবার আসুন নতুন বছরের শুরুতেই দেখে নেওয়া যাক, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল কোন কোন দলের বিরুদ্ধে মাঠে নামবে। (Indian Cricket in 2023)
জানুয়ারি ২০২৩:- (Indian Cricket in 2023)
১. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে প্রথম টি-২০ : ৩ রা জানুয়ারি (মুম্বাই)
২. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ : ৫ ই জানুয়ারি (পুণে)
৩. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে তৃতীয় টি-২০ : ৭ ই জানুয়ারি (রাজকোট)
৪. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে প্রথম ওয়ানডে : ১০ ই জানুয়ারি (গুয়াহাটি)
৫. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে : ১২ ই জানুয়ারি (কলকাতা)
৬. শ্রীলঙ্কা’র বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে : ১৫ ই জানুয়ারি (তিরুবনন্তপুরম)
৭. নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে : ১৮ ই জানুয়ারি (হায়দ্রাবাদ)
৮. নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে : ২১ শে জানুয়ারি (রায়পুর)
৯. নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে : ২৪ শে জানুয়ারি (ইন্দোর)
১০. নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ : ২৭ শে জানুয়ারি (রাঁচি)
১১. নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ : ২৯ শে জানুয়ারি (লখনউ)
ফেব্রুয়ারি ২০২৩:- (Indian Cricket in 2023)
১. নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ : ১ লা ফেব্রুয়ারি (আমদাবাদ)
২. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে প্রথম টেস্ট : ৯-১৩ ই ফেব্রুয়ারি (নাগপুর)
৩. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট : ১৭-২১ শে ফেব্রুয়ারি (ধরমশালা)
মার্চ ২০২৩:- (Indian Cricket in 2023)
১. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে তৃতীয় টেস্ট : ১-৫ ই মার্চ (দিল্লি)
২. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে চতুর্থ টেস্ট : ৯-১৩ ই মার্চ (আমদাবাদ)
৩. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে প্রথম ওয়ানডে : ১৭ ই মার্চ (মুম্বাই)
৪. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে : ১৯ শে মার্চ (বিশাখাপত্তনম)
৫. অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে : ২২ শে মার্চ (চেন্নাই)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে এক বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সারলেন হার্দিক পান্ডিয়া
প্রসঙ্গত, মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। তার বিস্তারিত সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে জুলাইয়ে খেতাবি লড়াইয়ে সম্ভবত অস্ট্রেলিয়া’র মুখোমুখি হবে তারা। (Indian Cricket in 2023)
জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। তারও সূচি এখনও ঘোষিত হয়নি।
সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতের চাপে শেষমেশ এশিয়া কাপের কেন্দ্র বদল হতে পারে। অক্টোবরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। (Indian Cricket in 2023)
অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে এদেশেই ৫ টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বছর শেষ করবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ Rishabh Pant : এই মুহূর্তে জাতীয় দলে পন্তের বিকল্প ইশান কিষাণ, মত প্রাক্তন নির্বাচকের