Indian Cricket : জাতীয় দল আগে, আইপিএল নয় – রোহিত, বুমরাহ’দের কড়া কথা শোনালেন গম্ভীর

0
43
Indian Cricket :
Indian Cricket : "If franchise has to suffer, so be it" - Gambhir's strong 'Indian cricket is priority, not IPL' message to players

Indian Cricket – ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে মাটিতে। তার আগে বছরের শুরুতে সকল ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখলেন ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক গৌতম গম্ভীর। শেষ দুটো টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে মারাত্মক সমস্যায় ফেলেছিলো দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট, তারা টুর্নামেন্ট চলাকালীন ফিট না হয়ে উঠতে পারায় ভারতের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিলো। গৌতম গম্ভীরের মতে আগে ভারতীয় ক্রিকেট দল, তারপর সবকিছু, অর্থাৎ তিনি জাতীয় দলকে অধিক গুরুত্ব দিতে বলেছেন তিনি।

Star Sports এর ‘Road to Glory’ তে বক্তব্য রাখা কালীণ গৌতম গম্ভীর বলেছেন, বড়ো ক্রিকেটারেরা আইপিএল মিস করলে যদি তার ফল ভুগতে হয় তাদের ফ্রাঞ্চাইজিকে, তাহলে তাই হোক। আইপিএলের থেকে অধিক বেশি গুরুত্ব ভারতীয় দলকে দেওয়া উচিত, যেখানে এবছর এতো বড়ো মাপের একটা আইসিসির টুর্নামেন্ট আছে এবছর। অন্তত সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত বিষয় গুলোকে ভাবনা চিন্তার আওতায় রেখে এবিষয় অধিক গুরুত্ব দেওয়া উচিত। (Indian Cricket)

“আইপিএলের দল গুলোকে ভুগতে হলে ভুগুক। ভারতীয় ক্রিকেট দল’ই সব কিছু এখন, আইপিএল নয়, আইপিএল এখানে বাই প্রোডাক্ট। ভারত যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে সেটা খুব বড়ো একটা বিষয় হতে চলেছে। তাই কোনও গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটার আইপিএল মিস করলে, করুক। আইপিএল প্রতি বছর হয়, বিশ্বকাপ কিন্তু চার বছর অন্তর, এটা মাথায় রাখা উচিত।” – এমনটাই বলেছেন এই দুই বারের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য।

বর্তমানে সকল ভারতীয় ক্রিকেটারেরা যারা দেশের হয়ে  তিন ফর্ম‍্যাটে খেলে, তাদের সকলকে টি টোয়েন্টি থেকে বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু কোনও ভাবে ওডিআই ম‍্যাচ মিস করা যাবেনা। (Indian Cricket) পঞ্চাশ ওভারের ম‌্যাচ গুলোর জন্যে তাদের নিংড়ে দেওয়া উচিত সকলকে। গম্ভীর বলেছেন,

“যে সকল ভারতীয় ক্রিকেটারেরা তিন ফর্ম‍্যাটে খেলে, তাদের যদি বিশ্রাম নিতে হয়, টি টোয়েন্টি ক্রিকেটে নিক। কিন্তু কোনও ভাবে ওডিআইতে বিশ্রাম নেওয়া চলবেনা।”

আরও পড়ুনঃ Rohit Sharma : মুম্বাই ইন্ডিয়ান্সে ১২ বছর পূর্ণ করলেন রোহিত, বিশেষ উপহার পেলেন ফ্রাঞ্চাইজি’র তরফ থেকে

১ লা জানুয়ারি একটি রিভিউ মিটিং আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা আইপিএল চলাকালীন সকল ভারতীয় ক্রিকেটারদের উপর নজর রাখবে ওয়ার্কলোড ম‍্যানেজমেন্টের বিষয়টি মাথায় রেখে। এক্ষেত্রে বিশেষ তদারকি করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। (Indian Cricket)

মঙ্গলবার ১০ ই জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। (Indian Cricket) এই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করতে চলেছেন তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ।

India squad for Sri Lanka ODIs: Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Jasprit Bumrah Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে  খেলার সুযোগ পাবেননা গিল, দাবী প্রাক্তন ভারত ওপেনারের