IND VS AUS : টেস্ট সিরিজ শুরুর আগে রোহিত- ইশান্ত’দের এই বিশেষ শর্ত দিলেন ভারত কোচ রবি শাস্ত্রী

0
1018
Indian coach Ravi Shastri gives conditions to Rohit Sharma and Ishant Sharma before Test series
Ishant Sharma and Rohit Sharma, Source : Ravi Shastri @twitter handle

টেস্ট সিরিজ খেলতে হলে আগামী চার পাঁচ দিনের মধ্যে অস্ট্রেলিয়াগামী প্লেনে উঠতেই হবে ভারতীয় ক্রিকেটের দুই শর্মা রোহিত- ইশান্ত’কে, এমনটাই জানিয়েছেন ভারত কোচ রবি শাস্ত্রী।

এইমুহুর্তে অস্ট্রেলিয়ায় আসলে কোয়ারিন্টিনে থাকতে হবে এই দুই তারকা ভারতীয় ক্রিকেটার’কে। এখনও এনসিএ’র মেডিক্যাল রিপোর্ট হাতে আসেনি এই দুই ক্রিকেটারের। তাই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরী হয়েছে। যা খুব দ্রুত মিটে যাক, এমনটাই চাইছেন ভারত কোচ।

এই মুহূর্তে জাতীয় ক্রিকেট এ্যাকাডেমিতে আছেন এই দুই ক্রিকেটার। দুজনেই এখন অনেকটাই ফিট। তারা আশাবাদী টেস্ট সিরিজে খেলার বিষয়ে।

আগামী ২৭ শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত – অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। এরপর আছে টি টোয়েন্টি সিরিজ। আগামী ১৭ ই ডিসেম্বর অ্যাডিলেডে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে বিরাটরা।