Border-Gavaskar Trophy, 1st Test – শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়।
𝗩𝗶𝗰𝘁𝗼𝗿𝘆 𝗶𝗻 𝗡𝗮𝗴𝗽𝘂𝗿! #TeamIndia 🇮🇳 win by an innings & 1️⃣3️⃣2️⃣ runs and take a 1️⃣-0️⃣ lead in the series 👏🏻👏🏻
— BCCI (@BCCI) February 11, 2023
What a start to the Border-Gavaskar Trophy 2023 👌🏻
Scorecard ▶️ https://t.co/SwTGoyHfZx…#INDvAUS | @mastercardindia pic.twitter.com/jCVDsoJ3i6
এদিন কেরিয়ারের ৩১ তম এক ইনিংসে ৫ উইকেট নিয়ে ফেললেন অশ্বিন। গত বছর আগষ্ট মাসের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রবীন্দ্র জাদেজা এদিন ২ উইকেট নিয়েছেন, প্রথম নেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নুস লাবুসানের উইকেট, তারপর প্যাট কামিন্সের উইকেট’ও নেন তিনি। অসাধারণ প্রত্যাবর্তন করলো রবীন্দ্র জাদেজা এই টেস্টের মধ্যে দিয়ে। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন এরপর পরে ব্যাট করার সুযোগ পেয়ে করেন ৭০ রান।
শনিবার খেলার শুরুতে ভারত ৪০০ রান করে ফেলে। এদিন ভারতের শেষ উইকেট পতন হয়েছিল আক্সার প্যাটেলের আউট হয়ে যাওয়ার সাথে সাথে, ১৭৪ বলে ৮৪ রান করে ফেরেন তিনি। জাদেজার সাথে অষ্টম উইকেটে ৮৮ রান জোড়ার পাশাপাশি নবম উইকেটে মহম্মদ শামির (৩৭) সাথে ৫২ রান জুড়েছিলেন আক্সার। (Border-Gavaskar Trophy, 1st Test)
হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তিন দিন ও টিকলো না। গোটা ম্যাচে একটুও দাগ কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।
আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।