IND vs NZ 2023 – বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হঠিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে নিলো ভারত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে জেতার মধ্যে দিয়ে তিন নম্বর স্থান থেকে শীর্ষে পৌঁছে গেলো ভারতীয় ক্রিকেট দল। শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারালো ভারত।
শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার মধ্যে দিয়ে বছর শুরু করেছিলো ভারত। এবার গতবারের ৫০ ওভারের বিশ্বকাপে রানার্স আপ দলকে হারালো ভারত।
𝙒.𝙄.𝙉.𝙉.𝙀.𝙍.𝙎! 🏆#TeamIndia | #INDvNZ pic.twitter.com/NVWTTAB7ek
— BCCI (@BCCI) January 24, 2023
𝗡𝗨𝗠𝗕𝗘𝗥 1️⃣ 𝗜𝗡 𝗢𝗗𝗜𝘀!
— BCCI (@BCCI) January 24, 2023
Congratulations #TeamIndia 👏👏 pic.twitter.com/pjzuPZ4ENt
ম্যাচে রোহিত শর্মা এবং শুভমান গিলের অসাধারণ সেঞ্চুরির উপর নির্ভর করে ভারত ৯ উইকেটে ৩৮৫ রান তোলে। প্রথম উইকেটে ২১২ রান জুড়েছিলো। ৮৫ বলে ১০১ রান করেন রোহিত, ৭৮ বলে ১১২ রান করেন গিল।
পরবর্তী সময়ে ভারতের বোলাররা দারুণ বোলিং করে ৩০০ রানে আটকে দেয় নিউজিল্যান্ডকে। তিনটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং কূলদীপ যাদব। এছাড়া যুজবেন্দ্র চাহাল দুটো উইকেট নিয়েছিলেন।
রানতাড়া করতে নেমে একটা সময় ম্যাচে প্রবল ভাবে ফিরে আসে নিউজিল্যান্ড মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনারের দারুণ লড়াইয়ের উপর নির্ভর করে। তবে তাদের দুজনের আউট হওয়ার সাথে ভারত ম্যাচে জয় নিশ্চিত করে ফেলে।
শুভমান গিল সিরিজ সেরা হন। ১৮০ গড়ে ব্যাট করেছেন এই সিরিজে। একটা ডবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি এবং একটা অপরাজিত ৪০ রানের ইনিংস খেলেছিলেন। ৬ উইকেট নিয়ে এই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী শার্দুল ঠাকুর এবং কূলদীপ যাদব।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রান দেওয়ার সেঞ্চুরি, লজ্জার নজির গড়লেন নিউজিল্যান্ডের ডাফি