India vs Pakistan : ভারতীয়’রা চান পাকিস্তান ভারতে খেলতে আসুক, দাবী শাহীদ আফ্রিদি’র

0
35
India vs Pakistan :
India vs Pakistan : "Indians want to see Pakistan play cricket in India" - Shahid Afridi

India vs Pakistan – এইমুহুর্তে ভারত – পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপে খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব অন‍্য মার্গে পৌঁছে গেছে। এর মাঝে পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার শাহীদ আফ্রিদি দাবী করছেন পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে আসুক চায় ভারতীয়রা।

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দল যে ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবেনা সেটা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তিনি নিরপেক্ষ কোনও স্থানে এই টুর্নামেন্ট আয়োজনের দাবি করেছিলেন‌। (India vs Pakistan)

এদিকে চুপ থাকেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। তিনি সরাসরি হুমকি দিয়েছেন ভারত যদি ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে বাব‍র’রা ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবেনা। প্রসঙ্গত, পাকিস্তান শেষ বার আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল ২০০৮ সালে, এশিয়া কাপ। (India vs Pakistan)

এইমুহুর্তে বিসিসিআই এবার পিসিবি’র মতে সংঘাত চরমে, এমন সময় সাংবাদিকদের আফ্রিদি বলেছেন,

“ভারত – পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নতি হয়েছে তার অন‍্যতম কারণ ক্রিকেট। ভারতীয়রা চায় পাকিস্তান ভারতে খেলতে আসুক।”

সম্প্রতি রামিজ রাজা চলতি বিতর্কের মাঝে ফের আরেকটি বক্তব্য রেখেছেন। তিনি ফের বলেছেন যদি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলা না হয়, তাহলে কোনও ভাবেই ভারত বিশ্বকাপ খেলতে আসবেনা পাকিস্তান। সাংবাদিকদের তিনি বলেছিলেন,

“ব‍্যাপারটা এমন নয় যে আমরা টুর্নামেন্ট আয়োজন করার জন্য অনুরোধ করেছি। আমরা নিয়ম মাফিক টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছি। এবার ভারত খেলতে আসলে আসুক, ইচ্ছা না হলে আসুক না। যদি পাকিস্তান থেকে এশিয়া কাপ সরেছে, তাহলে ওয়ানডে বিশ্বকাপ থেকে নাম তুলে নেবে পাকিস্তান।”

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শুভমান ভবিষ্যতের কিংবদন্তি, মত যুবরাজ সিংয়ের

২০২৫ সালে চ‍্যাম্পিয়ান্স ট্রফি আয়োজন করার দায়িত্ব পেয়েছে পাকিস্তান। (India vs Pakistan)

দীর্ঘ ১৬ বছর আগে শেষ বার পাকিস্তানে দ্বিপাক্ষীক সফরে গেছিলো ভারতীয় দল। ২০০৮ সালে ভারত এশিয়া কাপ খেলতে গেছিলো পাকিস্তানে, সেটাই শেষ বার টিম ইন্ডিয়ার পাকিস্তানে খেলতে যাওয়া‌। (India vs Pakistan)

২০১২ সালে সবুজ জার্সির দেশ শেষ বার ভারত সফরে এসেছিলো‌। এছাড়া ২০১৬ তে খেলতে এসেছিলো টি টোয়েন্টি বিশ্বকাপ।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সম্প্রতি এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই মুহূর্তে টেস্টে খেলার কোনও প্রশ্ন নেই, ২০০৭ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলো দুই দেশ।

এমত অবস্থায় বেশ কয়েক বার অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার দাবী করেছিলেন অনেকেই‌। কিন্তু দুই দেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সেই সব সিরিজ আলোর মুখ দেখিনি।

আরও পড়ুনঃ Surya Kumar Yadav : মুম্বইয়ের হয়ে রঞ্জির দ্বিতীয় রাউন্ডে খেলবেন সূর্য কুমার যাদব