শনিবার এজবাজস্টনে চলতি ভারত – ইংল্যান্ড টেস্টের (India vs England 2022) দ্বিতীয় দিনের খেলার শুরু’তেই কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করে ফেললেন ভারতের তারকা অলরাউন্ডার Ravindra Jadeja। ম্যাচের অত্যন্ত কঠিন একটা সময় ব্যাটিং করতে নেমেছিলেন জাড্ডু। শ্রেয়স আইয়ার আউট হয়ে ফেরার পর ঋষভ পন্থের (১৪৬) সাথে জুঁটিতে ২২২ রান জুড়েছিলেন তিনি ষষ্ঠ উইকেটে।
দীর্ঘ মাস দুয়েক পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন Jadeja। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার’কে অশ্বিনের বদলে চলতি টেস্টে প্রথম একাদশে রাখায় প্রশ্ন তুলেছিলো অনেকেই। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার দাম দিয়েছেন তিনি। (India vs England 2022)
এবারের আইপিএলটা একেবারেই ভালো যায়নি জাড্ডু। চোটের জেরে মাঝপথেই ছেড়েছিলেন চেন্নাই সুপার কিংস শিবির। কিন্তু ভারতের হয়ে প্রত্যাবর্তনের দিন একেবারেই চেনা মেজাজে ধরা দিয়েছেন।
চলতি টেস্টে ভারত’কে বিপদ মুক্ত করতে পন্তের পাশাপাশি জাদেজার ভুমিকা’ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সেঞ্চুরি করার পর নিজের ট্রেডমার্ক “sword celebration” ও করেছেন তিনি, তা দেখে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুম।
এই সেঞ্চুরি করার সাথে সাথে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে সপ্তম অথবা তার নীচে ব্যাটিং করতে নেমে দুটো টেস্ট সেঞ্চুরি করেন জাদেজা। তার আগে এই রেকর্ড গড়েছিলেন – Kapil Dev, MS Dhoni, Harbhajan Singh।
Two Test 100s in a calendar year for India batting #7 or lower:
Kapil Dev in 1986
MS Dhoni in 2009
Harbhajan Singh in 2010
Ravindra Jadeja in 2022 *
CENTURY for @imjadeja 👏👏
— BCCI (@BCCI) July 2, 2022
This is his third 💯 in Test cricket 👌👌
LIVE – https://t.co/LL20D1K7si #ENGvIND pic.twitter.com/10LrrWiuVB
India (Playing XI): Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Ravindra Jadeja, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Jasprit Bumrah(c)
England (Playing XI): Alex Lees, Zak Crawley, Ollie Pope, Joe Root, Jonny Bairstow, Ben Stokes(c), Sam Billings(w), Matty Potts, Stuart Broad, Jack Leach, James Anderson
আরও পড়ুনঃ India vs England 2022 : অসাধারণ ! পন্তের প্রশংসায় মজলেন সচিন তেন্ডুলকার