
India VS Bangladesh 2022 – টানা দুইবার বিশ্বটেস্ট চ্যাম্পিয়ানশিপ খেলার সুযোগ আছে ভারতীয় দলের। টিম ইন্ডিয়ার বর্তমানে সমস্ত ফোকাস তার’ই উপর রাখা উচিত বলে মনে করেন তিনি দীনেশ কার্তিক। এই জন্যে বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামছে ভারত। এমনটাই জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
এই মুহূর্তে রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে। (India VS Bangladesh 2022)
“আমার মনে হয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচের উপর এখন সমস্ত ফোকাস ভারতের। কারণ এই ছয়টা ম্যাচের মধ্যে অন্তত পাঁচটি’তেও জেতে টিম ইন্ডিয়া, তাহলে আগামী বছর জুন মাসে বিশ্বটেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সুযোগ থাকছে। আর এটাই বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্ব দেওয়ার দিক। তাই তো এতোটা শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সফরে। দেখবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও এমনটাই দেখবেন।” (India VS Bangladesh 2022)
Exciting times for us Pakistanis.
— Love My Cricket (@mywords2tweet) November 12, 2022
By 12th June 2023.
We could be:
T20 World Cup holders.
Champions Trophy holders in ODIs.
And ICC World Test Championship winners in the longest format.
Chin up you Hindustanis. Keep celebrating Gabba win and the fake 5 consecutive Test maces. pic.twitter.com/FmSGAuYue8
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বেঞ্জেমা না খেললেও চিন্তায় নেই গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ান ফ্রান্স
প্রসঙ্গত, আগামী – ৪, ৭ এবং১০ ই ডিসেম্বর ঢাকাতে তিনটি ওডিআই খেলবে ভারত-বাংলাদেশ। এরপর ১৪-১৮ ই ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামে, ২২-২৬ ডিসেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। (India VS Bangladesh 2022)
India Test squad: Rohit Sharma (capt), KL Rahul (vc), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Umesh Yadav
India ODI squad: Rohit Sharma (capt), KL Rahul (vc), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Ravindra Jadeja, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Deepak Chahar, Yash Dayal