ডিসেম্বরে বাংলাদেশ সফর (India VS Bangladesh 2022) মিস করতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। Cricbuzz এর দাবি সৌরাষ্ট্রের এই অলরাউন্ডারের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তাই ভারতকে তার বিকল্প খুঁজতে হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী গত আগষ্ট মাসে এশিয়া কাপ খেলাকালীণ যে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা, সেটা পুরোপুরি সেরে ওঠেনি এখনও। এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে খেলাকালীণ হাঁটুতে চোট পান রবীন্দ্র জাদেজা, এর ফলে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ খেলতে যেতে পারেননি তিনি। (India VS Bangladesh 2022)
ভারত যখন বাংলাদেশ সফরের (India VS Bangladesh 2022) টেস্ট দল ঘোষণা করেছিলো, তখন রবীন্দ্র জাদেজা’কে দলে রাখলেও তাকে ‘Subject To Fitness’ এর আওতায় রাখা হয়েছিল। গত ৩১ শে অক্টোবর বাংলাদেশ সফরের দল ঘোষণা করা হয়েছিল।
খুব শীঘ্রই বাংলাদেশ সফরে (India VS Bangladesh 2022) রবীন্দ্র জাদেজার পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করবে ভারত। সম্ভবত চলতি সপ্তাহে ঘোষণা করা হবে ভারতের ‘এ’ দল।
নিঃসন্দেহে জাদেজার টেস্ট দলে না থাকাটা অত্যন্ত চিন্তার একটা ব্যাপার হতে চলেছে। ২০১২ সালের ডিসেম্বর মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন রবীন্দ্র জাদেজা। এই বাঁ হাতি স্পিনার এখনও অবধি ৬০ টা টেস্ট ম্যাচ খেলেছেন, সেখানে ২৪২ উইকেট নিয়েছেন ২৪.৭১ গড়ে, ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১০ বার।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ভেজা বলেও দারুণ বোলিং করছেন চাহাল, অবাক অশ্বিন
Squad for Bangladesh Tests:
— BCCI (@BCCI) October 31, 2022
Rohit Sharma (C), KL Rahul (VC), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav.
Here’s the complete schedule for India’s tour of Bangladesh 🗓️ #India #TeamIndia #BANvIND #CricketTwitter pic.twitter.com/Nah3nSrLjc
— Sportskeeda (@Sportskeeda) October 21, 2022
টেস্টে ব্যাটিংটাও চমকপ্রদ করেছেন জাদেজা। ৩৬.৫৬ গড়ে করেছেন ২৫২৩ রান। আছে তিনটি সেঞ্চুরি। বাংলাদেশ সফর (India VS Bangladesh 2022) না খেললেও, আগামী বছর ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে সমস্যা নেই তার। ভারত সফরে ৪ টে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে চতুর্থ স্থানে আছে ভারত। ফাইনালে পৌঁছতে হলে বাকি ছয়টা ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়া’কে। ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে রানার্স আপ হয়েছিলো ভারত। সাউথহাম্পটনে ফাইনালে ৮ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলো ভারত। ২০২৩ সালের পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ওভালে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ঝুঁকি নিতে ভয় পাননা হার্দিক পান্ডিয়া, বললেন ওয়াসিম জাফর