India VS Bangladesh 2022 : সমস্যার আঁচ পেতেই ঢাকা থেকে সরানো হলো ভারত – বাংলাদেশ তৃতীয় ওডিআই

0
1595
India VS Bangladesh 2022 : Bangladesh Cricket Board shift third ODI against India to Chittagong from Dhaka in the wake of protests
India VS Bangladesh 2022 : Bangladesh Cricket Board shift third ODI against India to Chittagong from Dhaka in the wake of protests

আসন্ন ভারত – বাংলাদেশ (India VS Bangladesh 2022) সিরিজের তৃতীয় ওয়ানডে ম‍্যাচ ঢাকা থেকে চিটাগং’এ সরানো হলো। এমনটাই জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

এর আগে সিরিজের প্রতিটি ওডিআই ম‍্যাচ ঢাকার শের’ই বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে সিরিজের (India VS Bangladesh 2022) তৃতীয় ওডিআই যা আগামী ১০ ই ডিসেম্বর খেলার কথা, সেটা বাংলাদেশের রাজধানী থেকে সরিয়ে চিটাগং’এ নিয়ে যাওয়া হলো। ওইদিন পলিটিক্যাল র‍্যালি হওয়ার কথা ঢাকায়, তাই ঝামেলার আশঙ্কা থাকায় ম‍্যাচ সরানো হলো শেষ অবধি।

২০১৫ সালের পর এই প্রথম বার বাংলাদেশ সফরে দ্বিপাক্ষিক সিরিজ (India VS Bangladesh 2022) খেলতে যাচ্ছে ভারত। শেষ বার প্রতিবেশী দেশে খেলতে গেছিলো ভারত ২০১৬ সালের এশিয়া কাপে।

৪ ই ডিসেম্বর শুরু হচ্ছে ভারত – বাংলাদেশ (India VS Bangladesh 2022) সিরিজ। ১০ ই ডিসেম্বর ওডিআই সিরিজ শেষের পর ১৪ ই ডিসেম্বর থেকে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের নিরিখে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে।

সিরিজের তৃতীয় ওডিআই ম‍্যাচের মাঠ বদল করার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন চিফ জালাল ইউনিস AFP কে বলেছেন,

“চিটাগং’এ সিরিজের একটি টেস্ট আয়োজনর দায়িত্ব দেওয়া হয়েছিলো। আমাদের মনে হয়েছে ওখানে একটা ওডিআই’ও আয়োজন করা হোক।”

আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রাক্টিসে নামলেন ধাওয়ান ব্রিগেড, দেখুন ভিডিও

আগামী ১০ ই ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ন‍্যাশনালিস্ট পার্টির একটি র‍্যালি আছে। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত, একাংশ চাইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব ছাড়ুক।

সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। সুপার টুয়েলভের বর্ষা বিঘ্নিত ম‍্যাচে ৫ রানে জেতে ভারত। ভারত শেষ বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে খেলেছিলো ২০১৯ সালের বিশ্বকাপে। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেই ম‍্যাচে ২৮ রানে জিতেছিলো।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ জিতেছিলো বাংলাদেশ ৩-০ ব‍্যবধানে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ২-১ ব‍্যবধানে হেরেছিলো তারা। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের পয়েন্ট তালিকায় একেবারে শেষ আছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ IPL 2023 : “ক‍্যাপ্টেন্সি হারানোর ভয় পাইনা” : শিখর ধাওয়ান