
শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়া’কে সিরিজের (India vs Australia 2022) দ্বিতীয় টি ২০ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। এদিন দেশের জয়ের অন্যতম কারিগর অধিনায়ক রোহিত শর্মা।
তবে শেষে একটা ছক্কা এবং একটা চার পরপর মেরে খেল খতম করেন ভারতের অভিজ্ঞ উইকেট কিপার – ব্যাটার দীনেশ কার্তিক। দলের জয়ের পর রোহিত দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন তার বহু পুরনো সতীর্থ’কে। আদরের হাত বুলিয়ে দেন মাথায়। (India vs Australia 2022)
Captain @ImRo45's reaction ☺️
— BCCI (@BCCI) September 23, 2022
Crowd's joy 👏@DineshKarthik's grin 👍
🎥 Relive the mood as #TeamIndia sealed a series-levelling win in Nagpur 🔽 #INDvAUS | @mastercardindia
Scorecard ▶️ https://t.co/LyNJTtl5L3 pic.twitter.com/bkiJmUCSeu
For his match-winning knock in the chase in the second #INDvAUS T20I, #TeamIndia captain @ImRo45 bags the Player of the Match award. 👏 👏
— BCCI (@BCCI) September 23, 2022
Scorecard ▶️ https://t.co/LyNJTtl5L3 pic.twitter.com/xihAY6wCA3
এদিন, ভারত অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ২০ বলে ৪৬* রানের ইনিংসের সৈজন্যে অস্ট্রেলিয়া’কে হারিয়ে সিরিজে (India vs Australia 2022) সমতায় ফিরলো ভারত। শুক্রবার বর্ষা বিঘ্নিত ম্যাচে নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে অধিনায়কোচিত ইনিংস খেলেন রোহিত।
৮ ওভারে ৯১ রানের টার্গেট, ভারতের প্রয়োজন ছিলো একটা ঝোড়ো শুরুয়াত, আর সেটাই এদিন করে দেখিয়েছেন দেশের অধিনায়ক। হিটম্যানের সৈজন্যে প্রথম ওভারেই ২০ রান তোলে ভারত। প্রথম ওভারে হ্যাজেলউড’কে দুটো ছক্কা মারেন রোহিত, রাহুল মারেন একটি ছক্কা। বর্ষা বিঘ্নিত ম্যাচ ৮ ওভারের জন্যে খেলা হয়। (India vs Australia 2022)
আরও পড়ুন : Roger Federer : চোখের জলে চিরপ্রতিদ্বন্দ্বী ফেডেরার’কে বিদায় জানালেন নাদাল, ভিডিও
রোহিত এদিন অপ্রতিরোধ্য ছিলো, দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স’কে ১০ রান মারেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ, অ্যাডাম জাম্পা’কে বোলিং করতে আনেন, তিনি১০ রানে ফিরিয়ে দেন রাহুল’কে। এরপর কোহলি এসে রোহিত শর্মার সাথে জুঁটি বেধেঁ দলের স্কোর’কে ৫০ রানে পৌঁছে দেন। (India vs Australia 2022)
ফের জাম্পা এসে ভারত শিবিরে ভাঙন ধরান। কোহলি’কে ১১ রানে ফেরান তিনি। পরের বলে সূর্য কুমার যাদব’কে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন। এমন সময় ভারতের একটা পার্টনারশিপের প্রয়োজন ছিলো, সেই কাজ করতে অধিনায়কের সাথে ক্রিজে যোগ দেন হার্দিক পান্ডিয়া। দুজনে ১২ বলে ২৩ রান জোড়েন। (India vs Australia 2022)
এরপর কামিন্স এসে তুলে নেন হার্দিক পান্ডিয়ার উইকেট। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০ রান, পরপর দুই বলে একটি ছক্কা আর একটি চার মেরে ম্যাচ শেষ করে দিয়ে আসেন দীনেশ কার্তিক। ৭.২ ওভারে ৬ উইকেটে জয়লাভ করে নেয় ভারত।
ম্যাচে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়া’কে ব্যাটিং করতে পাঠায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে ম্যাজিক্যাল পারফরম্যান্স দেন আক্সার প্যাটেল। বিরাট কোহলি রান আউটে ফেরান ক্যামেরুন গ্রীন’কে, এরপর ম্যাক্সওয়েল’কে আউট করে দেন তিনি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আক্সারের দাপট ছিলো অব্যাহত। শেষ অবধি ওয়েডের ইনিংসের লড়াই করার জায়গায় পৌঁছ দেয় অস্ট্রেলিয়া’কে।
আরও পড়ুন : India vs Australia 2022 : গাপ্টিল’কে টপকে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় মাইলফলক অর্জন করলেন রোহিত শর্মা