Women’s T20 WC : রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ২০২৩ আইসিসি মহিলা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারত। তার আগে ভারতের জন্য খারাপ খবর কারণ ভাইস ক্যাপ্টেন স্মৃতিমান্ধানা আঙ্গুলের চোটের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না।
সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি শূন্য রানে আউট হন এবং সেই ম্যাচেই তিনি আঙুলে চোট পান। ভারত সেই ম্যাচটি ৪৪ রানে হেরে যায়। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তিনি আর খেলেন নি, সেই ম্যাচে ভারত ৫২ রানে জেতে। কোচ ঋষিকেশ কানিটকার শনিবার প্রেস কনফারেন্সে বলেন যে স্মৃতি মান্ধানার চোট গুরুতর নয় এবং সে পরের ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছেনা। (Women’s T20 WC)
Just 1️⃣ Day away from India's first clash of the #T20WorldCup! ⏳
— BCCI Women (@BCCIWomen) February 11, 2023
Go well, #TeamIndia 🇮🇳 👍
Drop a message in the comments below and wish the Women in Blue! 👏 👏 pic.twitter.com/LTaZ2DfF12
মেয়েদের টি-টোয়েন্টি রাঙ্কিং এ স্মৃতি মান্ধানা বর্তমানে তিন নম্বর স্থানে রয়েছেন এবং মেয়েদের টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বকালীন তালিকায় তিনি দ্বিতীয় নাম্বারে রয়েছেন। তার সর্বমোট রান সংগ্রহ ২৫৬১ এবং তার সামনে একমাত্র রয়েছে হরমনপ্রীত কৌর। ২০২০ সালে অস্ট্রেলিয়া তে অনুষ্ঠিত হওয়া মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁ হাতি ব্যাটসম্যান স্মৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভারতকে সেইবার রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তারপর থেকে তিনি দারুণ ফর্মে আছেন। ৩২.২৫ অ্যাভারেজে মোট ৯৩৫ রান করেছেন তিনি, সাথে আছে আটটি অর্ধ শত রান, যা এই ফরম্যাটে সব থেকে বেশি। (Women’s T20 WC)
এই বিশ্বকাপে ভারত গ্রুপ বি তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি রবিবার কেপটাউনে অনুষ্ঠিত হবে এবং ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে সাড়ে ছটায়। (Women’s T20 WC)
SQUADS
India Women Squad:
Smriti Mandhana, Shafali Verma, Yastika Bhatia, Harmanpreet Kaur(c), Jemimah Rodrigues, Richa Ghosh(w), Pooja Vastrakar, Deepti Sharma, Radha Yadav, Rajeshwari Gayakwad, Renuka Thakur Singh, Shikha Pandey, Devika Vaidya, Harleen Deol, Anjali Sarvani.
Pakistan Women Squad:
Muneeba Ali, Sidra Ameen, Bismah Maroof(c), Omaima Sohail, Nida Dar, Aliya Riaz, Sidra Nawaz(w), Fatima Sana, Nashra Sandhu, Javeria Khan, Aiman Anwer, Sadia Iqbal, Ayesha Naseem, Tuba Hassan, Sadaf Shamas.
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুর টেস্টে ভারতের কাছে হার হজমের পর দলে একাধিক বদল আনছে অস্ট্রেলিয়া