FIH Hockey World Cup – শুক্রবার রৌরকেল্লার বীরসা মুন্ডা স্টেডিয়ামে স্পেনকে ২-০ গোলে হারিয়ে হকি বিশ্বকাপ অভিযান শুরু করলো ভারত। ভারতের দুই গোল দাতা অমিত রোহিদাস এবং হার্দিক সিংহ।
খাতায় কলমে স্পেন দারুণ শক্তিশালী দল এবছর। তাই এই জয় নিশ্চিত ভাবে আত্মবিশ্বাস দেবে ভারতকে। রোববার পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। (FIH Hockey World Cup)
#HockeyWorldCup:
— All India Radio News (@airnewsalerts) January 13, 2023
🇮🇳 IND 2:0 ESP 🇪🇸
India beat Spain 2-0 in their opening Pool D match in Rourkela. #HockeyIndia | #HWC2023 | #HockeyWorldCup2023 pic.twitter.com/mo2uaGmPvK
Congratulations to Team India 🇮🇳 for making an outstanding start to the #HockeyWorldCup2023 with an impressive 2-0 victory over #Spain! #INDvsESP #HWC2023 pic.twitter.com/Pjl249iPmx
— Meghna Sakore Bordikar (@MeghnaBordikar) January 13, 2023
শেষ কয়েক মাসে ভারতের পারফরম্যান্স ভালো নয় স্পেনের বিরুদ্ধে। দুই দলের শেষ সাক্ষাৎ’এর পাঁচ ম্যাচে ভারত জিতেছে মাত্র একটি। কিন্তু শুক্রবার স্পেনকে একফোঁটা জাঁকিয়ে বসতে দেয়নি ভারত। অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিলো। আবার প্রয়োজনে গোলমুখী আক্রমণের প্রচেষ্টা চালিয়েছে। (FIH Hockey World Cup)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের প্রশংসা করে পাকিস্তান’কে খোঁচা দিলেন ইরফান পাঠান
খেলার শুরু থেকে স্পেনকে চাপে রেখেছিলো ভারত। এগিয়ে যায় প্রথম কোয়ার্টারে। পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোল করেন অমিত রোহিদাস। ২০ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়াম এদিন কানায় কানায় ভরা ছিলো। অমিত গোল করতেই স্টেডিয়ামে উল্লাস ছিলো চোখে পড়ার মতো। আর হতেই হবে। স্থানীয় ছেলে বলে কথা। এদিন ভারতের হকি বিশ্বকাপের ইতিহাসে ২০০ তম গোলটি করেন অমিত। (FIH Hockey World Cup)
দ্বিতীয়ার্ধে কার্যত নিজ দক্ষতায় দ্বিতীয় গোল করেন হার্দিক। বাম প্রান্ত থেকে বল টেনে নিয়ে গিয়ে স্পেনের ডি’বক্সে ঢুকে পড়েন তিনি। ক্রস করার চেষ্টা করেন তিনি। সেটা রুখতে গিয়ে স্পেনের এক ডিফেন্ডারের স্টিকে লেগে বল জালে জড়িয়ে যায়।
আরও পড়ুনঃ Sania Mirza : অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন সানিয়া মির্জা