নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ 2022) আসন্ন সিরিজে পৃথ্বী শাহ’কে নেওয়া উচিত ছিলো ভারতের। এমনটাই মনে করেন বীরেন্দ্র শেহবাগ। বীরুর মতে পৃথ্বীর স্ট্রাইক রেট বেশ ভালো, তার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন পৃথ্বী।
এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংসে ১৮১.৪২ স্ট্রাইক রেটে ৩৩২ রান করেছিলেন পৃথ্বী শাহ। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া সত্বেও নিউজিল্যান্ড সফরে (IND vs NZ 2022) ডাক পাননি তিনি।
Cricbuzz কে একটি আলোচনায় বীরু বলেছেন –
“নিউজিল্যান্ড (IND vs NZ 2022) সফরে পৃথ্বী কে দলে দেখতে চেয়েছিলাম আমি। ওকে টি ২০ বা ওয়ানডে, কোনও দলে রাখা হয়নি। ২০২৩ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ আছে। আমার মনে হয় খুব শীঘ্রই প্রত্যাবর্তন করবে পৃথ্বী, জাতীয় দলে।
পৃথ্বী টপ অর্ডারে ব্যাট করে। ওর স্ট্রাইক রেট দেড়শোর কাছাকাছি ঘোরাঘুরি করে। যেটা টি ২০ ক্রিকেটের জন্যে একেবারেই আদর্শজনক। ওকে অতিরিক্ত প্লেয়ার হিসেবেও নিয়ে যেতে পারতো টিম।”
দেশের হয়ে শেষ বার পৃথ্বী শাহ খেলেছিলেন ২০২১ সালের জুলাই মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। নির্বাচকদের নজর কাড়তে আইপিএল ২০২৩ এর মঞ্চ টাকে ব্যবহার করার চেষ্টা করবেন তিনি।
শেষ আইপিএলে পৃথ্বী দিল্লি ক্যাপিটালসের হয়ে ১০ ম্যাচে ২৮৩ রান করেছিলেন ১৫২.৯৭ স্ট্রাইক রেটে। (IND vs NZ 2022)
আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
নিউজিল্যান্ডের মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয় ভারতের। ২০১৯-২০ মরশুমে কিউয়ি’দের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ধাওয়ান নেতৃত্বাধীন ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ২৯ শে নভেম্বর। (IND vs NZ 2022)
NZ T20Is squad for IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
NZ T20Is squad for IND vs NZ 2022 :
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.