
India Playing XI 1st Test – দীর্ঘ ৫ মাস পর ফের টেস্ট ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো। এরপর মাঝে কেটে অনেকটা সময়।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চাপে ফেলেছে দলের একাধিক ক্রিকেটারের চোট পাওয়ার বিষয়টি। তালিকায় আছেন রোহিত শর্মা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। (India Playing XI 1st Test)
অবশ্য ম্যাচের জন্যে প্রথম ছয় ক্রিকেটারকে বাছাই করতে সমস্যা পড়তে হবেনা ভারতকে সেটা মোটামুটি একই থাকবে। কিন্তু রাহুল দ্রাবিড়ের অন্যতম চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে প্রথম একাদশের বোলারদের বাছাই করা। বুধবার চট্টগ্রামে শুরু হবে ভারত – বাংলাদেশ প্রথম টেস্ট। (India Playing XI 1st Test)
এই ভারতীয় দলে আছে ৫ পেসার এবং চার স্পিনার। তবে অভিজ্ঞদের উপর ভরসা রাখবে ভারতীয় দল সেটা বলাই বাহুল্য, তাই প্রথম একাদশে সুযোগ হবেনা জয়দেব উনাদকাট এবং নবদীপ সাইনি। সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেছেন উনাদকাট, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বেশি ম্যাচ খেলার বিষয়টি সামনে রেখে শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনা বেশি। (India Playing XI 1st Test)
স্পিন বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের খেলাটা একপ্রকার পাঁকা বলা যায়। দলের আরেক স্পিনার হতে পারেন আক্সার প্যাটেল, সৌরভ কুমার এবং কুলদীপ যাদব।
Covering all bases, #TeamIndia trained in Chattogram ahead of our 1st Test against Bangladesh.
— BCCI (@BCCI) December 12, 2022
Snapshots from our training session 📸📸#BANvIND pic.twitter.com/xh6l9rdhYu
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট আগ্রাসী ক্রিকেট খেলবে দল, এমনটাই জানিয়েছেন প্রথম টেস্টে অধিনায়ক কে এল রাহুল।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : বিশ্বকাপ জিতলেই অবসর নেবেন লিওনেল মেসি
বুড়ো আঙুলে চোট পাওয়ার জন্যে ভারতের রেগুলার অধিনায়ক রোহিত শর্মার খেলা হবেনা এই সিরিজে। তার বদলে অধিনায়কত্ব দেবেন কে এল রাহুল। সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কে এল রাহুলের কাছে জানতে চাওয়া হয় কি মানসিকতা নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত ? জবাবে রাহুল বলেছেন,
“কোনও নির্দিষ্ট পরিকল্পনা ধরে ভারত খেলবেনা এই সিরিজে। কারণ প্রতিটা মাঠের নিজস্ব চরিত্র আছে। সেটা বুঝে খেলতে হবে। প্রতিটা সেশনে খেলার ধরন ভিন্ন হবে। টিমের চাহিদাও আলাদা থাকবে। তো আমরা সেই পরিকল্পনা ধরে এগোবো। একটা বিষয় নিশ্চিত থাকুন, আমরা ভীষণ আগ্রাসী ক্রিকেট খেলবো, সেই ব্যাপারে নিশ্চিত থাকুন।”
India Playing XI 1st Test :
Shubman Gill
KL Rahul (C)
Cheteshwar Pujara
Virat Kohli
Shreyas Iyer
Rishabh Pant (WK)
Ravichandran Ashwin
Axar Patel
Shardul Thakur
Mohd Siraj
Umesh Yadav
India Squad 1st Test : KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ Pele : ক্রমশ সুস্থ হচ্ছেন পেলে, কিন্তু এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না তাকে