
INDIA ODI World CUP – নিজের খেলোয়াড়ি দিন গুলো’তে খুব একটা বিশ্রাম নিতেন না সুনীল গাভাস্কার। এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট’কে এক’ই রকম পরামর্শ দিয়েছেন তিনি। জাতীয় দলের টপ ব্যাটার’দের কাউকেই ২০২৩ বিশ্বকাপ অবধি কোনো রকম বিশ্রাম না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি টিম ম্যানেজমেন্ট’কে।
এই মূহুর্তে নিউজিল্যান্ড সফরে আছে ভারতীয় দল। সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুলের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তারা বিশ্রাম নেওয়ায় কিছু উদীয়মান তারকারা নিজেদের প্রতিভা জাহির করার সুযোগ পাচ্ছে। (INDIA ODI World CUP)
সুনীল গাভাস্কারের মতে বারবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ফলে দলের ভারসাম্যে প্রভাব ফেলছে। তাই ভারতের এই কিংবদন্তি ব্যাটার চাইছেন ২০২৩ এর বিশ্বকাপের (INDIA ODI World CUP) কথা মাথায় রেখে বাছাই করার ব্যাটারদের প্রতিটা ম্যাচ খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি।
“ব্যাটিং ভোগাচ্ছে ভারতকে, একবছর’ও বাকি নেই ওডিআই বিশ্বকাপের, এখন থেকে ব্যাটারদের বিশ্রাম দেওয়ার প্রয়োজন নেই, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া হওয়াটা ভীষণ দরকার এখন।” – এমনটাই বলেছেন সুনীল গাভাস্কার।
আরও পড়ুন : FIFA World Cup 2022 : ইরানের বিশ্বকাপে খেলা ফুটবলার’দের পরিবারকে হুমকি
ভারতের সাফলতা পেতে হলে দীর্ঘ সময়ের জন্যে দলের কোনও ব্যাটার’কে বিশ্রাম না দেওয়ার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। তার বক্তব্য,
“সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটারদের পার্টনারশিপের প্রয়োজন আছে, এক্ষেত্রে ব্যাটারদের মধ্যে বোঝাপড়া হওয়ার বিষয়টা আছে, কিন্তু সেই বোঝাপড়া তৈরী হবে তারা নিয়মিত খেললে।”
চলতি নিউজিল্যান্ড সফরে নিয়মিত সুযোগ পাওয়া ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টানা আন্তর্জাতিক ক্রীড়াসূচী’র কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শুধু দলের ক্রিকেটার নয়, টিম ম্যানেজমেন্ট’কেও বিশ্রাম দিয়েছে বিসিসিআই।
ইতিমধ্যে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবিষয় সুর চড়িয়েছিলেন, ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়’কে খোঁচা দিয়ে তিনি বলেছছিলেন,
“বিশ্রামে বিশ্বাস নেই আমার। আমি আমার দল এবং ক্রিকেটারদের বুঝতে চাই আগে, দলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে সেটা জানা জরুরি, এতো ছুটি কিসের প্রয়োজন ?”