
Border-Gavaskar Trophy, 1st Test – শনিবার নাগপুরে টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন ব্রডকাস্টার ক্রিউ মেম্বারদের উপর চটলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৮ নম্বর ওভারের ঘটনা। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব। ভারত এলবিডব্লিউর আবেদন জানালে সেটা নাকচ করে দেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। রিভিউ নেন রোহিত।
রোহিত রিভিউ নেওয়ার পর মাঠের জায়ান্ট স্ক্রিনে রিভিউ না দেখিয়ে তার মুখ দেখাতে থাকে ক্যামেরা ম্যান। এমন সময় রোহিত বলেন তার মুখে ক্যামেরা ফোকাস না করে স্ক্রিনে রিভিউ দেখাতে। ইতিমধ্যে সেই ভিভিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে তাই স্বভাবতই খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
#RohitSharma https://t.co/gBvlsph8zd
— Naveen M (@NaveenM57002355) February 11, 2023
এই জয়ের সুবাদে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। পাশাপাশি এখনও জীবিত থাকলো ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা। আগামী ৭ ই জুন আইকনিক ওভাল স্টেডিয়ামে খেলা হবে এই ম্যাচ। (Border-Gavaskar Trophy, 1st Test)
ম্যাচ জয়ের পর এই জয়ের গুরুত্ব পাশাপাশি নিজের খেলা দুরন্ত শতরানের ইনিংস সম্পর্কে খোলামেলা বক্তব্য রাখলেন ভারত অধিনায়ক। রোহিত শর্মা বলেছেন –
“এই জয়টার বিশেষ প্রয়োজন ছিলো। বিশেষ করে চ্যাম্পিয়ানশিপের টেবিলে আমরা যে জায়গায় আছি আপাতত, সেটার নিরিখে। এমন গুরুত্বপূর্ণ একটা সিরিজে খেলতে নেমে প্রথম ম্যাচে এমন ফলাফলের ভীষণ প্রয়োজন হয়। আমি খুশি দলকে সাহায্য করতে পেরে। এর আগে আমার দূর্ভাগ্য যে বেশ কয়েকটি টেস্ট আমি চোটের কারণে মিস করেছি। তবে এখন দলে ফিরে ভীষণ খুশি, ভীষণ খুশি অবদান রাখতে পেরে।”
অধিনায়ক রোহিত শর্মার অসামান্য সেঞ্চুরি এবং রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেলের দুরন্ত হাফ সেঞ্চুরির ইনিংসের উপর নির্ভর করে ভারত প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নেয়। এরপর অশ্বিন ৫ উইকেট তুলে নেন, ৯১ রানেই অল আউট হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। অশ্বিন ছাড়া দুটো করে উইকেট নিয়েছেন মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অশ্বিনের স্পিন জাঁদুতে মজলেন রোহিত শর্মা