
IND vs SL 2023 – ইতিমধ্যে শ্রীলঙ্কা কে ২-১ ব্যবধানে টি টোয়েন্টি সিরিজে হারিয়ে দিয়েছিলো ভারত। এবার মঙ্গলবার থেকে ওয়ানডে সিরিজে খেলতে নামছে দুই দল। আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচের মধ্যে দিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার ২০২৩ সালের ক্রিকেট জার্নি শুরু হচ্ছে।
খেলার আগে সাংবাদিক সম্মেলন সেরে যখন বেড়িয়ে আসছিলেন রোহিত। তখন স্টেডিয়ামের বাইরে বিরাট সংখ্যক ফ্যানেরা তার সাথে দেখা করার আশায় অপেক্ষা করছিলেন। এদের মধ্যে এক খুদে অসমিয়া ভক্ত তার আইডল কে প্রথম বার এতো কাছের থেকে দেখার সুযোগ পেয়ে চোখের জল সামাল দিতে পারেননি। তাকে কাঁদতে দেখে তার কান্না থামানোর চেষ্টায় উদ্যত হতে দেখা যায় ‘হিটম্যান’কে। (IND vs SL 2023)
সেই ভক্তকে উদ্দেশ্য করে রোহিত বলেন, “কান্নার কি আছে, তুই তো এখনো ছোটো।” তার পর আদর করে তার গাল টিপে দেন ভারত অধিনায়ক। তারপর তার সাথে সেল্ফি’ও তোলেন। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (IND vs SL 2023)
Cricketer Rohit Sharma interacting with an young cricket fan from Assam in Guwahati.
— Pramod Boro (@PramodBoroBTR) January 9, 2023
Adorable Moments!@ImRo45 pic.twitter.com/Nyzc4D9fHg
রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে ভারতের ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্সের পর অনেকেই দাবি জানিয়েছিলেন রোহিত শর্মাকে সরিয়ে পুরোপুরি ভাবে ভারতের টি টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া উচিত হার্দিক পান্ডিয়ার হাতে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাংবাদিক সম্মেলনে এই বিষয় রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, (IND vs SL 2023)
“এখন এবিষয় কিছু বলা মুস্কিল, কারণ এইমুহুর্তে সবার ফোকাস ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ নিয়ে। ভবিষ্যতে কে অধিনায়ক হবে, সেটা ভবিষ্যত বলবে।”
গত বছর রোহিত শর্মার অবর্তমানে বিভিন্ন সময় হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ শিখর ধাওয়ান নেতৃত্ব দিয়েছে ভারতের জাতীয় দলকে।
মঙ্গলবার ১০ ই জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজের মধ্যে দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করার কথা ছিলো তারকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর। কিন্তু তাকে নিয়ে এখনই কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা ভারতীয় ক্রিকেট বোর্ড।
India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.