
IND vs SL 2023 – মঙ্গলবার গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত – শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের প্রথম একাদশে খেলার সুযোগ হয়নি সূর্য কুমার যাদবের। ২০২২ সালে ভারতের সাদা বলের ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকায় ছিলেন সূর্য। মুম্বাইয়ের এই ক্রিকেটার ৩১ টা টি টোয়েন্টি ম্যাচে করেছিলেন ১১৬৪ রান, এছাড়া ১২ টা ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ২৬০ রান।
এবছর’ও দারুণ পারফরম্যান্স জারি আছে তার। রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। (IND vs SL 2023)
এমন দারুণ ছন্দে থাকার সুবাদে ভারতের ওয়ানডে দলের প্রথম একাদশে অটোমেটিক চয়েজ ছিলেন সূর্য। কিন্তু রোহিত শর্মা এক্ষেত্রে আস্থা রেখেছেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারের উপর।
এমন দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পরেও সূর্যের নাম ভারতের ওয়ানডে দলের প্রথম একাদশে না দেখে দারুণ হতাশ সকলে। তারা সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
Can't understand why suryakumar yadav is not in the team? @BCCI
— Abhinav kumar (@Abhinav29001141) January 10, 2023
Tuk TuK team 😓#INDvSL #SuryaKumarYadav #IshanKishan
— Ankit. (@AnkitRBhosle) January 10, 2023
#Suryakumaryadav
— Rajansh Yadav (@RajanshYadav017) January 10, 2023
टीम में जगह क्यों नही दिया गया ?
These fuckers deserve derision. You give the incompetent #ChetanSharma a second stint and leave #SuryakumarYadav out of the first ODI. #indvsl #guwahati
— Prateek (@WCepiphany) January 10, 2023
Dear BCCI,
— Vinay Kumar 🇮🇳🇮🇳🇮🇳 (@vinayk2012) January 10, 2023
U hv perfected the art of k!lling talent like #Bollywood & we pray for your silent demise like #BollywoodSwaha
Benching talents like #IshanKishan #SuryaKumarYadav & giving opportunities to failures like #KLRahul #RohitSharma is a sin. https://t.co/12UGvHGezK
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ঘনঘন ভারতের অধিনায়ক বদল দেখে বিরক্ত প্রাক্তন তারকা
ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। প্রথমে ডিউ ফ্যাক্টরের ব্যাপারটা মাথায় রেখে।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শুভমান গিল এবং রোহিত শর্মা। শুরুতেই দারুণ ছন্দে আছেন ভারতের দুই ওপেনার, এখনো অবধি ৩.৩ খেলা হয়েছে, ৩০ রান করেছে ভারত।
India (Playing XI) : Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Hardik Pandya, Axar Patel, Mohammed Shami, Umran Malik, Mohammed Siraj, Yuzvendra Chahal
Sri Lanka (Playing XI): Pathum Nissanka, Kusal Mendis(w), Avishka Fernando, Dhananjaya de Silva, Charith Asalanka, Dasun Shanaka(c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Dunith Wellalage, Kasun Rajitha, Dilshan Madushanka