IND vs SL 2023 : ভারতের কাছে এই টি টোয়েন্টি সিরিজ জেতাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিলো, মত প্রাক্তন পাক তারকার

0
16
IND vs SL 2023 : Winning this T20 series was very important for India, says ex-Pak star
IND vs SL 2023 : Winning this T20 series was very important for India, says ex-Pak star

IND vs SL 2023 – সদ‍্য শ্রীলঙ্কাকে ২-১ ব‍্যবধানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছিলো ভারতীয় ক্রিকেট দল। ‘মেন ইন ব্লু’র এই সিরিজ জয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন পাকিস্তানের উইকেট কিপার – ব‌্যাটার কামরান আকমাল।

আকমাল জানিয়েছেন এই  সিরিজ জয়ের সুবাদে দারুণ আত্মবিশ্বাস পেলো টিম ইন্ডিয়া। তার মতে শ্রীলঙ্কা’ও ইদানিং টি টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্স দিয়েছে, এক্ষেত্রে আকমাল তাদের গতবছর এশিয়া কাপ জয়ের কথাটি উল্লেখ ক‍রেছেন।

এই ভারতীয় ক্রিকেট দলটি সম্পূর্ণ ভাবে নতুন, তাও তারা শ্রীলঙ্কা কে সিরিজ হারাতে পেরেছে, নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে এই কথা গুলো বলেছিলেন কামরান আকমাল।

তার বক্তব্য,

“ভারতের কাছে এই টি টোয়েন্টি সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ ছিলো। কারণ শ্রীলঙ্কার এশিয়া কাপ জয়ী দলটা খেলতে এসেছিলো এখানে, এমনকি যে দলটা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলো, এই শ্রীলঙ্কার দলটা ইদানিং সময় বেশ কিছু বড়ো দলকে হারিয়েছিলো, তার মধ্যে ভারত’ও ছিলো। দলে নতুন অধিনায়ক এবং একাধিক নতুন সদস্য থাকা সত্ত্বেও ভারত এই সিরিজ জিতেছে। নির্ভয় ক্রিকেট খেলছে, তারা পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলছে‌।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুল ত্রিপাঠীর মতো ব‍্যাটারদের টপ অর্ডারে প্রয়োজন, মত প্রাক্তন নির্বাচকের

সিরিজে সহজে জয় পাইনি ভারত‌। দারুণ লড়াই হয়েছে দুই দলের। তৃতীয় ম‍্যাচ একটা আলাদা মাত্রা পেয়েছিলো। কারণ দুই দলের কাছে এই সিরিজ জেতার সুযোগ ছিলো, কারণ সিরিজের ফলাফল ছিলো ১-১।

তবে শেষ ম‍্যাচে হার্দিক পান্ডিয়ারা দারুণ পারফরম্যান্স দেয়‌। ভারত এই ম‍্যাচ জিতে নেয় ৯১ রানে। ব‍্যাট হাতে ঝড় তোলেন সূর্য কুমার যাদব, অপরাজিত ১১২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারত তোলে ২২৮ রান। জবাবে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিক পান্ডিয়ার ক‍্যাপ্টেন্সির ভূয়সী প্রশংসা করেছেন সাবা করিম