IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে খেলবেন কি অর্শদীপ সিং, জেনে নিন বিস্তারিত

0
16
IND vs SL 2023 : Will Arshdeep Singh play in the second T20 match ? know details
IND vs SL 2023 : Will Arshdeep Singh play in the second T20 match ? know details

IND vs SL 2023 – এই মুহূর্তে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। যার মধ্যে প্রথম  টি টোয়েন্টি ম‍্যাচে ওয়াংখেড়েতে ২ রানে জয় পায় টিম ইন্ডিয়া। ১৬২ রান ডিফেন্ড করতে নামা ভারতীয় ক্রিকেট দলকে ওইদিন দুর্দান্ত নির্ভরতা দিয়েছিলো দলের পেসাররা। সংশ্লিষ্ট ম‍্যাচে খেলেননি বাঁ হাতি পেসার অর্শদীপ সিং।

শরীর খারাপ থাকায় প্রথম ম‍্যাচ মিস করেছিলেন অর্শদীপ। এমনটাই জানিয়েছিলো বিসিসিআই। তবে Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে এই পাঞ্জাবের পেসারের খেলা নিয়ে কোনও সন্দেহ নেই বললেই চলে। (IND vs SL 2023)

অর্শদীপের বদলে প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে দেশের হয়ে অভিষেক করেছিলেন শিবম মাভি। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা স্বপ্নের ন‍্যায় হয়েছিলো শিবমের। ২২ রানে ৪ উইকেট নেন তিনি। (IND vs SL 2023)

এবার অর্শদীপ ফিরলে প্রথম একাদশে কাকে স্থান ছাড়তে হয় সেটাই দেখার বিষয় হতে চলেছে। মাভি এবং উমরান প্রথম ম‍্যাচে দারুণ খেলেছিলেন, তাই তাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে খেলাটা একপ্রকার পাঁকা বলা চলে, তাই হর্ষল প‌্যাটেল বাদ পড়তে পারেন, এমনটাই মনে করছেন অনেকে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন সঞ্জু স‍্যামসন, ভারতের দলে সুযোগ পেলেন এই উদীয়মান তারকা 

সিরিজের প্রথম ম‍্যাচে হর্ষল প‍্যাটেল সবচেয়ে বেশি রান হজম করেছিলেন। চার ওভারে ৪১ রান দেন তিনি, নেন দুটো উইকেট।

আসা যাক ম‍্যাচের প্রসঙ্গে, টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা।প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।

অভিষেক ম‍্যাচে নজ‍রকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প‍্যাটেল দুটো করে উইকেট নেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে পুণে পৌঁছে গেলো টিম ইন্ডিয়া, দেখুন ভিডিও