![IND vs SL 2023 : “Why is there no balance [in the team] and clarity in approach?” - Saba Karim unhappy with Team India's performance IND vs SL 2023 : “Why is there no balance [in the team] and clarity in approach?” - Saba Karim unhappy with Team India's performance](https://www.onplaygrounds.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-07-at-16.48.56-696x392.jpg)
IND vs SL 2023 – শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হারের পর ভারতীয় দলের চরম সমালোচনা করলেন সাবা করিম। করিম জানিয়েছেন টিম কি চাইছে সেটা স্পষ্ট নয়, এছাড়া ভারসাম্য নেই এই দলটার মধ্যে। প্রায়শই ভারতীয় দলের টপ অর্ডার ব্যর্থ হয় বলেই অভিযোগ করেছেন তিনি।
প্রতিবার দলের মিডল অর্ডার এবং সূর্য কুমার যাদব সমস্যার সমাধান করবে, সেটা হতে পারে না। (IND vs SL 2023) এমনটাই মনে করেন করিম, India News কে তিনি বলেছেন,
“দলের অধিকাংশ ক্রিকেটার আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এই দলে কোনও রকম ভারসাম্য নেই। কি করতে চায় সেটাও স্পষ্ট নয়। এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড়ো সমস্যা টপ অর্ডারে। সবার অভিজ্ঞতা আছে। সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া বেশ কিছু বার আমাদের বেশ কিছু বার কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছে আমাদের। এবার ফের একই সমস্যা। এই সমস্যার সমাধানের একান্ত প্রয়োজন আছে।”
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোকে নিতে চেয়েছিলো ব্রাজিলের একটি ক্লাব, জানুন বিস্তারিত
The match went down to the wire but it is Sri Lanka who won the second T20I by 16 runs.
— BCCI (@BCCI) January 5, 2023
Scorecard ▶️ https://t.co/Fs33WcZ9ag #TeamIndia | #INDvSL pic.twitter.com/YoE4hvgZoA
শুভমান গিল অধিকাংশ সময় ওপেন করতে নেমে ব্যর্থ। আইপিএলে প্রচুর পরিমাণে খেলার অভিজ্ঞতা থাকলেও রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন রা ব্যর্থ। প্রথম ম্যাচে ৪৬ রানে ৩ উইকেট পড়ে গেছিলো, দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে ৫ উইকেট পড়ে যায় ভারতের। (IND vs SL 2023)
আরও পড়ুনঃ Sania Mirza : টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা