IND vs SL 2023 – আইপিএল ২০২২ এ দারুণ পারফরম্যান্স দেওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে নিজের পারফরম্যান্সে উন্নতি করেছেন উমরান মালিক। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বেশ কিছু রান হজম করলেও উমরান গুরুত্বপূর্ণ কিছু উইকেট সংগ্রহ করেছিলো।
গতবছর আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেওয়ার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন উমরান মালিক। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত, সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী উমরান। ২৩ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন ১৫.১৪ গড়ে। (IND vs SL 2023)
I. C. Y. M. I! @umran_malik_01‘s timber strike to dismiss Bhanuka Rajapaksa 👌 👌
— BCCI (@BCCI) January 5, 2023
Follow the match ▶️ https://t.co/Fs33WcZ9ag #TeamIndia | #INDvSL pic.twitter.com/ws8mPgS7oq
ESPN Cricinfo তে মালিকের বোলিংয়ে বৈচিত্রের অভাব আছে মেনে নিলেও তার লাইন এবং লেংথের উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন জাফর। (IND vs SL 2023)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যের ব্যাট দেখে কথা হারিয়েছেন গম্ভীর
তার বক্তব্য,
“আমার মতে উমরান খানিকটা উন্নতি করেছে। আইপিএলে ওর পারফরম্যান্স দেখার পর আমার মনে হয়েছিলো টি টোয়েন্টি ক্রিকেটে বেশ রান হজম করার সম্ভাবনা আছে উমরানের, কারণ তার বোলিংয়ে কোনও বৈচিত্র্যময়তা দেখতে পাইনি আমি, স্লোয়ারটাও রপ্ত করেনি এখনো, আসলে বিপক্ষের ব্যাটারদের পরাস্ত করতে হলে অনেক সময় স্লোয়ার দেওয়া টাও জানতে হয়।
যতো সজোরে বোলিং করবে তত’ই সেটার মাঠে বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ব্যাটার রা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলের পেস বুঝে খেলার চেষ্টা করেন সব সময়। তবে উমরানের লাইন এবং লেংথ দুটোতেই দারুণ উন্নতি হয়েছে বলতেই হয়। উইকেট নেওয়ার ক্ষমতাও ভীষণ চোখে পড়ার মতো। রান দেয় প্রচুর ঠিকই, কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ সময় আবার উইকেট ও তুলে নেয়। তাই আমি যতোটা দেখেছি, আইপিএলের পর থেকে এখনো অবধি বেশ দারুণ উন্নতি করেছে ও।”
রাজকোটে সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে উমরান মালিক দাসুন সানাকা এবং মহেশ থিকসানার উইকেট তুলে নিয়েছিলো। থিকসানার স্টাম্প ছিটকে দিয়েছিলেন আগুনে ব্যাটে। যদিও সিরিজের প্রতিটা ওভারে দশের অধিক রান হজম করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোকে দলে নিতে বিশ্বকাপ মাতানো ফুটবলারকে ক্লাব ছাড়তে বাধ্য করলো আল নাসর