
কলকাতা নাইট রাইডার্সের বাতিল ঘোড়াই এখন জাতীয় দলের তুরুপের তাস। (IND vs SL 2023) মঙ্গলবার শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি’তে জাতীয় দলের জার্সি’তে অভিষেক হয়েছে তার। আর প্রথম ম্যাচেই সকলকে চমকে দিয়েছেন তিনি। এখানে কথা হচ্ছে শিবম মাভি’র।
এদিনের ম্যাচে মাভি যেন এলেন, দেখলেন এবং জয় করলেন। প্রথম ম্যাচেই বল হাতে জ্বলে উঠলেন তিনি। তার আগুনে বোলিংয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি (IND vs SL 2023)। সেই সঙ্গে প্রমাণ করে দেন, গুজরাট তাকে আইপিএলের নিলামে ৬ কোটি দিয়ে কিনে কোনও ভুল করেনি।
এদিন ম্যাচের পরে উচ্ছ্বসিত মাভি (IND vs SL 2023) দাবি করেছেন, দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হয়েছে তার। তিনি বলেছেন,
“অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর গত ছয় বছর ধরে এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম। মাঝে অনেক আঘাত পেয়েছি এবং একটা সময়ে মনে হয়েছিল, আমার স্বপ্ন (জাতীয় দলে খেলার) কখনওই আর পূরণ হবে না। তবে ঘরোয়া ক্রিকেটে প্রচুর পরিশ্রম করেছি। তার ফল পেয়েছি এবার।”
ম্যাচে কয়েকটি বলে মার খেলেও মনোবল হারাননি বলে জানিয়েছেন মাভি। তার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক হার্দিক’কে। বলেছেন,
“কয়েকটা বল খারাপ করেছি। কিন্তু হার্দিক ভাই এসে বলেছিল, নিজের শক্তি অনুযায়ী বল করতে। সেটাই করেছি।”
ম্যাচে তার নেওয়া ৪ উইকেটের মধ্যে প্রথম উইকেট’টিকে সেরা বলেছেন মাভি (IND vs SL 2023)। প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফি’তে সাতটি ম্যাচ খেলে ১৪ টি উইকেট নেন মাভি। তিনি দশম সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে এই টুর্নামেন্ট শেষ করেছিলেন, এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফি’তে আরও ১০ টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : এই বিশেষ কারণে দলকে বিপদে ঠেলার ঝুঁকি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া
এবারের আইপিএল নিলামে গুজরাট তাকে ৬ কোটি টাকায় কিনে নেওয়ায় তিনি রেকর্ড করেন। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আনক্যাপড ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি নজির গড়েন। পাশাপাশি ভারতীয় দলের দরজাও তার জন্য খুলে যায়, এবং জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচেই নজর কাড়েন।
আইপিএলে ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন মাভি (IND vs SL 2023)। কেকেআর জার্সিতে ৩২ টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩০ টি উইকেট। এবারের নিলামের আগে তাকে ছেড়ে দিয়ে নিঃসন্দেহে এখন আফসোস করছে কলকাতা ম্যানেজমেন্ট।
এদিন শ্রীলঙ্কা’র ইনিংসে দ্বিতীয় ওভারেই মাভি’কে বল দেন হার্দিক। প্রথম ওভারেই উইকেট নেন তিনি। মাভি’র ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হন পাথুম নিশঙ্কা। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নেন মাভি। এবার তিনি আউট করেন ধনঞ্জয় ডি’সিলভা’কে। কয়েকটি বলে এই ব্যাটার বড় বড় সব শট খেললেও, আত্মবিশ্বাস হারাননি তিনি। নিজের জায়গায় বল করে গিয়েছেন। তার ফলও পেয়েছেন।
দ্বিতীয় স্পেলে এসেও দুটি উইকেট নেন মাভি। প্রথমে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পরে মহেশ থিকশানা’কে আউট করেন তিনি (IND vs SL 2023)। তার নিয়ন্ত্রিত বোলিং ভারতের ২ রানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : দুরন্ত ক্যাচ নিয়ে ধোনির স্মৃতি ফেরালেন ইশান কিষাণ