IND vs SL 2023 :  ঝকঝকে শতরানে সচিন’কে টপকে যাওয়ার দোরগোড়ায় বিরাট কোহলি

0
217
IND vs SL 2023 : Virat Kohli Joins Elite List Of Batters, Leaves Mahela Jayawardene Behind In List Of Top-scoring Players In ODIs
IND vs SL 2023 : Virat Kohli Joins Elite List Of Batters, Leaves Mahela Jayawardene Behind In List Of Top-scoring Players In ODIs

তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত শতরান (IND vs SL 2023) করলেন ভারত তারকা বিরাট কোহলি। ১০ টি চার ও ১ টি ছক্কার সাহায্য়ে ৮৫ বলে ব্যক্তিগত সেঞ্চুরি’র গণ্ডি টপকে যান তিনি। সেই সুবাদে কোহলি কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকরের ঘাড়ে কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করেন।

প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি’র এটি ৪৬ নম্বর শতরান। সচিন তেন্ডুলকর ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি ৪৯ টি সেঞ্চুরি করেছেন। সুতরাং, ওয়ানডে সেঞ্চুরি’র নিরিখে সচিন’কে ছুঁয়ে ফেলতে বিরাটের দরকার আর মাত্র ৩ টি শতরান। (IND vs SL 2023)

তিন ফর্ম্যাট মিলিয়ে সচিনের ১০০ টি সেঞ্চুরি’র রেকর্ড ছোঁয়ার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন বিরাট। সার্বিকভাবে কোহলি’র এটি কেরিয়ারের ৭৪ নম্বর শতরান। সুতরাং তেন্ডুলকরের থেকে এখনও ২৬ টি সেঞ্চুরি পিছিয়ে রয়েছেন বিরাট।

উল্লেখযোগ্য বিষয় হল, গ্রিনফিল্ডে সেঞ্চুরি করার পথে কোহলি ওয়ানডে কেরিয়ারে রান সংখ্যার নিরিখে সার্বিক তালিকার পাঁচ নম্বরে উঠে আসেন। তিনি টপকে যান শ্রীলঙ্কা’র প্রাক্তন দলনায়ক মাহেলা জয়াবর্ধনে’কে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দরন্ত ছন্দে ব্যাটিং করে কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন শুভমান গিল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহিল’র থেকে বেশি রান করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জয়সূর্য। (IND vs SL 2023)

India 3rd ODI Plyaing XI : (IND vs SL 2023)

Rohit Sharma (c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, KL Rahul (wk), Axar Patel, Washington Sundar, Mohammed Siraj, Mohammed Shami and Kuldeep Yadav.

আরও পড়ুনঃ IPL 2023 : আইপিএলের প্রতি চিরকৃতজ্ঞ মইন আলি, প্রশংসায় ভরিয়ে দিলেন চেন্নাই অধিনায়ক ধোনি’কেও