IND vs SL 2023 – সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের ৪৬ তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। পরবর্তী সময়ে তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন সলমন বাট। কিংবদন্তি পর্তুগালের ফুটবলার রোনাল্ডোর সাথে কোহলির তুলনা টেনেছেন তিনি, তার ফিটনেসের প্রশংসা করতে গিয়ে।
১১০ বলে ১৬৬ রান করেছেন বিরাট কোহলি দেড়শোর অধিক স্ট্রাইক রেটে। ইনিংসে আটটি ছক্কা এবং ১৩ টা চার মারার সময়। কোহলির এমন বিধ্বংসী ফর্মের বিষয় নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে সলমন বাট বলেছেন,
“রোনাল্ডোর তুলনায় কোনও অংশে কম নন বিরাট কোহলি। ফিটনেসের বিচারে বিশ্বের সেরা ক্রীড়া ব্যক্তিত্বদের তালিকায় একেবারে প্রথমের দিকে আছেন তিনি।”
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখাবেন বিরাট কোহলি। এমনটাই মনে করেন প্রাক্তন শ্রীলঙ্কার অলরাউন্ডার ফারভেজ মাহরুফ। যদি কোহলি এই ফর্ম বজায় রাখে।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি, ১১০ বলে অপরাজিত ১৬৬* রানের ইনিংস খেলেছিলেন। সিরিজের সেরা ক্রিকেটার’ও তিনি সর্বোচ্চ রান করে। তিন ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়ক ২৮৩ রান করেছিলেন ১৪১.৫০ গড়ে, ১৩৭.৩৮ গড়ে। (IND vs SL 2023)
For his scintillating unbeaten century, @imVkohli gets the Player of the Match award as #TeamIndia win by 317 runs 👏👏
— BCCI (@BCCI) January 15, 2023
Scorecard ▶️ https://t.co/q4nA9Ff9Q2#INDvSL | @mastercardindia pic.twitter.com/uAOwcglERK
আরও পড়ুনঃ Karim Benzema : প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর ক্লাবেই কি যোগ দিচ্ছেন করিম বেঞ্জেমা ? জানুন বিস্তারিত
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে এটাই ছিলো বিরাট কোহলির দ্বিতীয় সেঞ্চুরি। সচিন তেন্ডুলকারের ৪৯ টা সেঞ্চুরির রেকর্ড ভাঙার থেকে আর মাত্র তিনটে সেঞ্চুরি দুরে দাড়িয়ে আছেন। ESPN Cricinfo র আলোচনায় বিরাট কোহলি কে ‘GOAT Of Cricket’ বলে অভিহিত করেছেন ফারভেজ মাহরুফ, তিনি বলেছেন, (IND vs SL 2023)
“মেসিকে ফুটবলের সর্বকালের কিংবদন্তি ফুটবলার বলা হয়। ঘরের মাঠে ২০২৩ সালের বিশ্বকাপ, সব কিছু ঠিকঠাক চলছে। এর আগে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলো। ভালো ফর্ম বজায় রাখতে পারলে এটা কোহলির বিশ্বকাপ হতে চলেছে। পরিস্থিতি বুঝে কোহলি যেমন খেলছে, আমার মনে হয়না এই মুহূর্তে বিশ্বের আর কোনও ব্যাটার এরকম করতে পারে।”
রোববার ইনিংস খেলার পথে ১৩ টা চার এবং ৮ টা ছয় মেরেছে। দ্বিতীয় উইকেটে ১৩১ রান জোড়ে শুভমান গিলের সাথে। শুভমান গিল ৯৭ বলে ১১৬ রান করেছেন।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : হেলিকপ্টার শট মেরে অবাক কোহলি, ভাইরাল হলো ভিডিও