IND vs SL 2023 – গুয়াহাটিতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে কেরিয়ারের ৪৫ তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। কোহলির এই সেঞ্চুরির উপর নির্ভর করে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭৩ রান করে।
ইনিংসের ৪৭ তম ওভারে ৮০ বলে কেরিয়ারের ৪৫ তম ওডিআই সেঞ্চুরি করলেন কোহলি। কাসুন রাজিথার একটি স্লোয়ার লং অনের দিকে চালিয়ে সেঞ্চুরি পূরণ করলেন কোহলি। (IND vs SL 2023)
এদিন সেঞ্চুরি করার মধ্যে দিয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশী সেঞ্চুরি করার রেকর্ড স্পর্শ করলেন কোহলি। এতোদিন এই রেকর্ডের একাই মালিক ছিলেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সচিন তেন্ডুলকর। তিনি ঘরের মাঠে ২০ টা ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন, এদিন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে বিরাট কোহলি সেই নজির স্পর্শ করলেন। দিল্লির এই ব্যাটার ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন, এরমধ্যে আছে একটি ছক্কা এবং ১২ টা বাউন্ডারি, ১২৯.৮৯ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি। (IND vs SL 2023)
এদিন বেশ কয়েকবার তার ক্যাচ ফস্কায় শ্রীলঙ্কা। ম্যাচের ৩৭ এবং ৪৩ তম ওভারে যথাক্রমে কুশল মেন্ডিস এবং দাসুন সানাকা কোহলির ক্যাচ মিস করেছিলেন। চতুর্থ উইকেটে কে এল রাহুলের সাথে ৯০ রানের পার্টনারশিপ জুড়েছিলেন কোহলি। কোহলির সেঞ্চুরির উপর নির্ভর করে ৫০ ওভার শেষে ভারত ৩৭৩ রান তুলেছিলো ৭ উইকেটে।
এর আগে কোহলি তার শেষ ওডিআই সেঞ্চুরি (৪৪ তম) করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে গতবছর, সেটা প্রায় ৪০ মাস বাদে ওডিআইতে খেলা সেঞ্চুরির ইনিংস ছিলো তার। এদিন কেরিয়ারের ৪৫ তম সেঞ্চুরি করার পর কোহলিকে আর ৪ টি সেঞ্চুরি করতে হবে সচিন তেন্ডুলকরের ৫০ ওভারের ক্রিকেটে ৪৯ টা শতরান গড়ার রেকর্ড ভাঙার জন্যে।
আরও পড়ুনঃ Prithvi Shaw : রঞ্জিতে বিধ্বংসী ডবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শাহ
Back to back ODI hundreds for @imVkohli 👏👏
— BCCI (@BCCI) January 10, 2023
Live – https://t.co/MB6gfx9iRy #INDvSL @mastercardindia pic.twitter.com/Crmm45NLNq
𝐂𝐄𝐍𝐓𝐔𝐑𝐘 𝐍𝐎.𝟕𝟑 𝐟𝐨𝐫 𝐕𝐈𝐑𝐀𝐓 𝐊𝐎𝐇𝐋𝐈 🫡🫡
— BCCI (@BCCI) January 10, 2023
A brilliant hundred from @imVkohli as he brings up his 45th ODI ton.
Live – https://t.co/262rcUdafb #INDvSL @mastercardindia pic.twitter.com/n1Kc9BCBwO
India (Playing XI): Rohit Sharma(c), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Hardik Pandya, Axar Patel, Mohammed Shami, Umran Malik, Mohammed Siraj, Yuzvendra Chahal
Sri Lanka (Playing XI): Pathum Nissanka, Kusal Mendis(w), Avishka Fernando, Dhananjaya de Silva, Charith Asalanka, Dasun Shanaka(c), Wanindu Hasaranga, Chamika Karunaratne, Dunith Wellalage, Kasun Rajitha, Dilshan Madushanka
আরও পড়ুনঃ IND vs SL 2023 : বছরের শুরুতেই সচিন তেন্ডুলকরের গড়া নজির স্পর্শ করলেন বিরাট কোহলি