IND vs SL 2023 – ভারতীয় ক্রিকেট দলের স্বার্থে যেভাবে উমরান মালিককে ব্যবহার করছে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তার ভূয়সী প্রশংসা করেছেন অজয় জাদেজা। অজয়ের মতে জাভাগাল শ্রীনাথের পর এই স্পিডস্টার ভারতীয় ক্রিকেটের ‘The Next Big Thing’।
অজয় বলেছেন,
“উমরান এই মুহূর্তে যেভাবে বোলিং করছে, আমি এরকম বোলার বহুদিন দেখিনি ভারতীয় ক্রিকেট দলে। শেষ দেখেছিলাম শ্রীনাথকে।”
জাদেজা আরো বলেন,
“উমরান একজন বিশেষ বোলার। তাই তাকে ভালো ভাবে ব্যবহার করতে হবে। যখন বিপক্ষ দলের টেল এন্ডাররা ব্যাট করতে আসবে তখন উমরান মালিককে দিয়ে বোলিং করানো হোক আরও বেশি করে। অন্তত ৮/১০ বার ও নিজে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।”
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী উমরান মালিক। তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি। ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
প্রসঙ্গত, সিরিজের প্রথম দুই ম্যাচ রোমাঞ্চে ভরপুর ছিলো। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচ একাই ফারাক গড়ে দিলো সূর্য কুমার যাদব। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার এদিন কেরিয়ারে বছর শুরুতে টি টোয়েন্টি সেঞ্চুরি করার নজির গড়লেন। ৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২২৯ রান তোলে বোর্ডে। ম্যাচে টসে জিতে ভারতের অধিনায়ক নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (IND vs SL 2023)
𝗪.𝗜.𝗡.𝗡.𝗘.𝗥.𝗦! 🏆#TeamIndia | #INDvSL | @mastercardindia pic.twitter.com/LZkiifhNyQ
— BCCI (@BCCI) January 7, 2023
আরও পড়ুনঃ IND vs SL 2023 : জীবন বদলে দেওয়া মানুষের নাম প্রকাশ্যে আনলেন হার্দিক পান্ডিয়া
কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আউট হয়ে যান তিনি। ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। ৯ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন আক্সার প্যাটেল।
পরবর্তী সময়ে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে একটা দারুণ শুরুয়াত দেয় শ্রীলঙ্কাকে। দুজনে জুটিতে ৪৪ রান জোড়েন দ্রুত। কিন্তু পাওয়ার প্লে তেই তারা আউট হয়ে যায় দুজনে। এরপর আর কোনও শ্রীলঙ্কার ব্যাটার ব্যক্তিগত ভাবে ২৩ রানের কোটা পেরোতে পারেননি। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ১৩৭ রানে।
পুণেতে খারাপ বোলিং পারফরম্যান্স দেওয়া অর্শদীপ এদিন ৩ উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল এবং উমরান মালিক দুটো করে উইকেট নেন। আক্সার প্যাটেল নিয়েছেন একটি উইকেট।
মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ভারত – শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজ।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ধোনির এই নীতি মেনে চলা উচিত ভারতীয় ক্রিকেট দলের, মত অজয় জাদেজার