IND vs SL 2023 : উমরান ভারতের ভবিষ্যত, বলছেন কোহলির ছোটোবেলার কোচ

0
16
IND vs SL 2023 : Umran is India's future, says Kohli's childhood coach
IND vs SL 2023 : Umran is India's future, says Kohli's childhood coach

IND vs SL 2023 – এবছর ভারতীয় ক্রিকেট দলের অন‍্যতম সম্পদ হতে চলেছেন উমরান মালিক। এমনটাই মনে করেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

India News এর আলোচনায় বক্তব্য রাখাকালীণ রাজকুমার বলেছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত উমরানকে এখন থেকেই গ্রুম করা। ঠিকঠাক দিক নির্দেশ পেলে এই ভারতীয় পেসার আগুন ঝড়ানোর ক্ষমতা রাখে, এমনটাই বিশ্বাস তার। (IND vs SL 2023)

হ‍্যাঁ কোনও কোনও সময় উমরান ম‍্যাচে ঝোলাতে পারেন, কিন্তু ম‍্যানেজমেন্টের উচিত নয় তাকে বাদ দেওয়ার। উমরানের মধ্যে ভবিষ্যতের তারকা ক্রিকেটার হয়ে ওঠার যাবতীয় মশলা মজুদ বলেই মনে করেন কোহলির ছোটবেলার কোচ। তার মতে বিপক্ষ দলের টেল এন্ডার দের পেসের দাপটে উইকেট ছিটকে দেওয়ার ক্ষমতা রাখেন উমরান। শর্মার বক্তব্য, (IND vs SL 2023)

“একদম ‘র’ পেস আছে উমরানের বোলিংয়ে। যেমন তার রান আপ, তেমন তার ফিজিক। সফল হওয়ার যাবতীয় মশলা মজুদ, ওর মধ্যে সফল ক্রিকেটার হয়ে ওঠার সমস্ত মশলা মজুদ আছে। টিম ম্যানেজমেন্টের এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের উচিত এসময় তাকে আত্মবিশ্বাস দেওয়া। বোলিং করার সময় পেসের দাপট দেখান এই বোলার। যা খুবই দৃষ্টি নন্দন বলেই মনে হয়।

ওর খেলার একটা নিঃস্ব ধরন আছে। সেটা বদল করার কোনও প্রয়োজন আছে বলে মনে করিনা আমি। ও ভারতের পরবর্তী সময়ের উইকেট টেকার হতে চলেছে।” 

আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তের গাড়ি দুর্ঘটনার আসল কারন জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ফের বোলিং করতে দেখা যাবে উমরান মালিককে ভারতের হয়ে। ভারতের টি টোয়েন্টি এবং ওয়ানডে দলে নাম আছে তার।

মঙ্গলবার ৩ রা জানুয়ারি ওয়াংখেড়েতে ভারত – শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে মুখোমুখি হবে। টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। জাতীয় দলের রেগুলার অধিনায়ক রোহিত শর্মা নেতৃত্ব দেবেন ওয়ানডে সিরিজে।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডো জ্বরে ভুগছে রোনাল্ডোর ফ‍্যানেরা, দেখুন ভিডিও