
IND vs SL 2023 – যুজবেন্দ্র চাহালের একটা খারাপ পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাকে দল থেকে বাদ দেওয়াটা উচিত হবেনা, এমনটাই মনে ওয়াসিম জাফর। এইমুহুর্তে ভারতীয় দলে রিজার্ভ বেঞ্চে, স্পিন অপশন বলতে আছেন ওয়াশিংটন সুন্দর, যদি তাকেও প্রথম একাদশে নেওয়া হয়, তাহলে ভারতীয় দলে ফিঙ্গার স্পিনারের পরিমাণ হয়ে দাড়াবে তিন জন।
মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুই ওভারে ২৬ রান হজম করেছে চাহাল, বুধবার ওয়াংখেড়েতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত – শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে। (IND vs SL 2023)
সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতের টি টোয়েন্টি দলের প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা কতোটা, ESPN Cricinfo কে সেই বিষয় জাফর বলেছেন, (IND vs SL 2023)
“যুজবেন্দ্র চাহালের বদলে ওয়াশিংটন সুন্দরের খেলানো টা ঝুঁকিপূর্ণ হতে চলেছে। কারণ আমার মনে হয় প্রথম একাদশে একজন রিস্ট স্পিনারের খেলা উচিত প্রথম একাদশে। হ্যাঁ সুন্দর ব্যাটিং এবং বোলিংয়ে ব্যালেন্স প্রদান করবে ভারতীয় ক্রিকেট দলে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি, একটি খারাপ ম্যাচের জন্যে তাকে আচমকা এভাবে বাদ দেওয়া ঠিক হবে না। আমার মনে হয় এটা খুব আগাম সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে।”
এদিন, অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা।
অভিষেক ম্যাচে নজরকাড়া বোলিং করেন শিবম মাভি, ২২ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুই ওভারে ধনঞ্জয় ডি’সিলভা এবং পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন মাভি। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চারিথ আসালাঙ্কার উইকেট নিজের দখলে রেখেছিলো এই অভিষেক করা টি টোয়েন্টি বোলার। এছাড়া উমরান মালিক এবং হর্ষল প্যাটেল দুটো করে উইকেট নেন।
আরও পড়ুনঃ PCB : অবশেষে রামিজের মন্তব্যের কড়া জবাব দিলেন বর্তমান পিসিবি প্রধান নাজাম শেঠি